Switzerland vs Serbia | FIFA World Cup 2022: পিছিয়ে পড়েও বাজিমাত সুইসদের! শেষ ষোলোয় জাকাদের প্রতিপক্ষ রোনাল্ডোদের পর্তুগাল

শুক্রবার শেষ হল কাতার বিশ্বকাপের গরুপের লড়াই। এদিন কাতারে জি গরুপে শেষ দুই ম্যাচ খেলল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও আফিকার দেশ ক্যামেরুন। অধিনায়ক আবুবাকারে  গোলে ক্যামেরুন ১-০ হারালএকই সময়ে মাঠে নামল সুইৎজারল্যান্ড ও সার্বিয়া|

Updated By: Dec 3, 2022, 07:56 AM IST
Switzerland vs Serbia | FIFA World Cup 2022: পিছিয়ে পড়েও বাজিমাত সুইসদের! শেষ ষোলোয় জাকাদের প্রতিপক্ষ রোনাল্ডোদের পর্তুগাল
ফোটো- টুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফুটবল বিশ্বকাপ এবং  দুর্গাপুজোর একটাই মিল। কী মিল? না, অনুমান করার জন্য কোনও পুরস্কার নেই। উত্তরটা হল- এই আসছে, আসছেই ভালো। আসলেই যেন হুড়মুড়িয়ে শেষ হয়ে যায়। দেখতে দেখতে শেষই হয়ে গেল প্রথম পর্বের খেলা। এবার শুরু রাউন্ড অফ সিক্সটিন। ৩২ দল থেকে এখন ১৬। সেখান থেকে ধীরে ধীরে আট হয়ে চার। এরপর দুই এবং পরিশেষে এক। শুক্রবার শেষ হল কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) গরুপের লড়াই। এদিন কাতারে জি গরুপে শেষ দুই ম্যাচ খেলল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও আফিকার দেশ ক্যামেরুন (Cameroon vs Brazil)। অধিনায়ক আবুবাকারে  গোলে ক্যামেরুন ১-০ হারালএকই সময়ে মাঠে নামল সুইৎজারল্যান্ড ও সার্বিয়া (Switzerland vs Serbia)|

আরও পড়ুন, FIFA World Cup 2022, BRA vs CAM: আফ্রিকার সিংহের গর্জনে চূর্ণ সাম্বার দম্ভ, মূক দর্শক নেইমার, এবার সামনে দক্ষিণ কোরিয়া

সুইস-সার্বিয়া:

শনির রাতে স্টেডিয়াম ৯৭৪ দেখল ৫ গোলের থ্রিলার। সার্বিয়ার বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাকে ৩-২ জিতল সুইসরা। এই নিয়ে টানা তৃতীয়বার তারা গেল বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে। এই গরূপে টেবিল-টপার (তিন ম্যাচে ছয়) হয়ে ব্রাজিল খেলবে নকআউট। এদিন ক্যামেরুনের কাছে হেরেও ব্রাজিলের কোনও ফারাক পড়েনি। কারণ তিতের শিষ্যরা এক ম্যাচ হাতে রেখেই চলে গিয়েছিল প্রি-কোয়ার্টারে। দুয়ে শেষ করে এবার সুইসরা যাবে নক-আউট খেলতে। 

এদিন ম্যাচের কুড়ি মিনিটে শাকিরি গোল করে দলকে এগিয়ে দেন। গোটা গ্যালারির সুইস সমর্থকরা উল্লাসে মেতে ওঠেন। কিন্তু এই আনন্দের সময় ছিল কিছু মিনিট। ২৬ মিনিটে মিত্রোভিচ ও ৩৫ মিনিটে ভালহোভিচের গোলে সুইস গ্যালারিতে নেমে এসেছিল নীরবতার পালা। সুইস ফুটবলাররা বুঝিয়ে দিলেন যে, তাঁদের আটকানো যাবে না এদিন। ৪৪ মিনিটে এমবোলো গোল করে দলকে সমতায় ফিরিয়ে আনেন। বিরতিতে ২-২ মাঠ ছাড়ে সুইস-সার্বিয়া। দ্বিতীয়ার্ধের ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে সুইসরা এগিয়ে যায়। ৪৮ মিনিটে ফ্রিউলার গোল করে ম্যাচের রং বদলে দেন। দেখা এবার, রোনাল্ডোদের বিরুদ্ধে কী করে সুইস টিম।

আরও পড়ুন, Ghana vs Uruguay | FIFA World Cup 2022: কাতারে বুক ভাঙল উরুগুয়ের, জিতেও চোখের জলে বিদায় নিলেন সুয়ারজেরা!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.