Suryakumar Yadav | Viv Richards: 'ভিভের কথা মনে করায় সূর্য!' ভারতীয় তারকার ভূয়সী প্রশংসায় অজি নক্ষত্র
Suryakumar Yadav reminds me of Viv Richards: কখনও ফ্লিক, কখনও কাট, কখনও পুল। রাজকোটের ব্যাটিং সহায়ক পিচে সূর্যকে দেখে মনে হল, ক্রিকেট খেলাটাকে যেন তিনি ছেলেখেলা বানিয়ে ফেলেছেন। এহেন সূর্যকুমারে মজেছেন প্রাক্তন অজি মহারথী টম মুডি। সূর্যর মধ্যে ভিভকে দেখছেন তিনি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কখনও ফাইন লেগের ওপর দিয়ে নটরাজ সুইপ, তো কখনও ওয়াইড লং অন দিয়ে হেলিকপ্টার হুইপ! প্রয়োজনে এক্সট্রা কভারের ওপর দিয়ে ড্রাইভ থেকে ব়্যাম্প ওভার উইকেটকিপার। আবার স্কোয়ারের ওপর দিয়ে কাট। এই মুহূর্তে একজন ব্যাটারই এসব অনায়াস দক্ষতায় এবং অবলীলায় করছেন। তাঁর আর কোনও ভূমিকার প্রয়োজন নেই। তিনি 'ওয়ান অ্যান্ড অনলি' সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ওরফে বাইশ গজের নতুন 'মিস্টার ৩৬০'। বোলাররা বুঝেই উঠতে পারছেন না যে, বিশ্বের এক নম্বর টি-২০ ব্যাটারকে কোন বলে পরাস্ত করা সম্ভব! কীভাবে থামবে এই তাণ্ডবলীলা! এবার সূর্যকুমারের ভূয়সী প্রশংসায় অজি তারকা টম মুডি (Tom Moody)। সূর্যর সঙ্গে কিংবদন্তি ক্যারিবিয়ান ভিভ রিচার্ডসের (Viv Richards) তুলনা টানলেন মুডি।
আরও পড়ুন: Sarfaraz Khan: ৯৮২ রান, চার সেঞ্চুরি, ঈশান-সূর্য এলেও সরফরাজ আজও ব্রাত্য! ফুঁসছেন ফ্যানরা
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সূর্যকুমারের প্রসঙ্গে মুডি বলেন, 'যেভাবে সূর্যকুমার খেলে, এক কথায় তা ব্রেথটেকিং। আমার ওকে দেখলে ভীষণ ভাবে ভিভিয়ান রিচার্ডসের কথা মনে পড়ে। আমি যখন তরুণ ক্রিকেটার ছিলাম, তখন এভাবেই ভিভকে দেখতাম। একা হাতে ভিভ ম্যাচকে নিয়ন্ত্রণ করতাম। 'ভারতে খেলতে আসছে ক্রিকেটের অন্যতম দুই হেভিওয়েট-নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। কেন উইলিয়ামসন ও প্যাট কামিন্সদের বিরুদ্ধে ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই। চেতন শর্মার জাতীয় নির্বাচক কমিটি কিউয়িদের বিরুদ্ধে একদিনের সিরিজ ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে। পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি টেস্টের জন্য দল বেছে নিয়েছেন নির্বাচকরা। সাদা বলের ক্রিকেটে দুরন্ত পারফর্ম করার সুবাদে টেস্ট দলে ডাক পেয়েছেন সূর্যকুমার যাদবও। এসেছেন ঈশান কিশানও। ২০২২ সালে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব চেয়ে বেশি রান করেছেন সূর্য। ৩১ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ১১৬৪ রান। গত জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে নটিংহ্যামে প্রথম টি-২০ আন্তর্জাতিক শতরানের স্বাদ পান সূর্য। ৫১ বলে অপরাজিত ১১১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সূর্যকুমার যাদবের ঝুলিতে এখন দেশের জার্সিতে তিনটি টি-২০ সেঞ্চুরি রয়েছে। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে এসেছিল দ্বিতীয় শতরান। শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্যসমাপ্ত তিন ম্যাচের টি-২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্য়াচে সূর্য সেঞ্চুরি হাঁকান। এটিই তাঁর তৃতীয় টি-২০ সেঞ্চুরি।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)