দেখুন ভিডিয়ো: অন্য মুডে Suryakumar, Hardik! গলা ছেড়ে গাইছেন 'Bheegi Bheegi'

ম্যাচের পর হোটেলে  অন্য মুডে পাওয়া গেল সূর্য ও হার্দিক পাণ্ডিয়াকে। 

Updated By: Jul 21, 2021, 04:43 PM IST
দেখুন ভিডিয়ো: অন্য মুডে Suryakumar, Hardik! গলা ছেড়ে গাইছেন 'Bheegi Bheegi'

নিজস্ব প্রতিবেদন: শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই জিতে নিয়েছে শিখর ধাওয়ানের (Sikhar Dhawan) ভারত। বোঝাই যাচ্ছে জয়ের পর ড্রেসিংরুমের পরিবেশটা ঠিক কী! দ্বিতীয় ওয়ানডে ম্যাচে কলম্বোতে জ্বলে উঠেছিলেন সূর্যকুমার যাদব (৪৪ বলে ৫৩) ও আটে নামা দীপক চাহার (Deepak Chahar)। 

আরও পড়ুন: ড্রেসিংরুম থেকে ডাগআউটে ছুটে এলেন Dravid, নেটাগরিকরা মজলেন হেডস্যারের দায়িত্ববোধে

ম্যাচের পর হোটেলে  অন্য মুডে পাওয়া গেল সূর্য ও হার্দিক পাণ্ডিয়াকে। ঈশান কিশান, কৃষ্ণাপ্পা গোথাম ও আরও বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে গানের আসর বসান। গলা ছেড়ে 'গ্যাংস্টার' ছবিতে ব্যবহৃত ভিগি ভিগি গান গাইনেল তাঁরা। সূর্যকুমার তাঁর ইনস্টাগ্রামে 'এক্সটেনডেড সেলিব্রেশন' বলেই এই ভিডিয়ো শেয়ার করলেন। আগামী শুক্রবার সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে ম্যাচে ধাওয়ানরা শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নামবে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.