কেকেআরে সুনীল দিন-মিলল ছাড়পত্র, আইপিএলে খেলতে পারবেন নারিন

Updated By: Apr 5, 2015, 03:15 PM IST
কেকেআরে সুনীল দিন-মিলল ছাড়পত্র, আইপিএলে খেলতে পারবেন নারিন

 

ওয়েব ডেস্ক: অনেক টালবাহানার পর অবশেষে অবৈধ বোলিং অ্যাকশন বিতর্কে ছাড়পত্র পেলেন সুনীল নারিন। যার মানে দাঁড়াল আইপিএল ৮-এর প্রথম ম্যাচ থেকেই দলের প্রধান অস্ত্রকে পেয়ে যাচ্ছে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। বিসিসিআইয়ের অবৈধ বোলিং অ্যাকশন সংক্রান্ত সাব কমিটি নারিনকে এই ক্লিনচিট দিল। আগামী বুধবার আইপিএল আটের উদ্বোধনী ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে পারবেন ২৬ বছরের ত্রিনিদাদের এই রহস্য স্পিনার।

গত বৃহস্পিতবার শ্রী রামচন্দ্র ইউনিভার্সিটি দিতে গিয়ে বোলিং অ্যাকশন বিষয়ে পরীক্ষা দেন এই ক্যারিবিয়ান তারকা স্পিনার। নারিনের পরীক্ষা নিয়েছিল জাভাগল শ্রীনাথের নেতৃত্বে থাকা কমিটি।

চ্যাম্পিয়ন্স লিগ টি ২০-এর মাঝপথে নারিনের বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে। বিতর্কের জেরে ফাইনালে খেলতে পারেননি নারিন। চ্যাম্পিয়ন্স লিগে কেকেআর-এর পর দেশের জার্সিতেও মাঠে নামতে অসুবিধা পড়েছিলেন এই রহস্য স্পিনার।বিশ্বকাপে খেলতে পারেননি নারিন। কিন্তু আইপিএল শুরুর মুখে নারিন ইস্যুতে চাপ বাড়ায় কলকাতা নাইট রাইডার্স। কারণ শাহরুখের দলের সাফল্যের পিছনে সবচেয়ে বড় ফ্যাক্টর হল নারিন।  

.