IPL 2024: 'কেউ এত টাকার...!' ২৪ কোটির পারিশ্রমিকেই প্রশ্ন সানির, কড়া কথা বললেন বাদশাদের

Sunil Gavaskar, Mitchell Starc, IPL 2024, KKR, Sharukh Khan: সুনীল গাভাসকর মেনে নিতে পারছেন না যে, একজন ক্রিকেটারকে কী করে এত টাকা দিতে পারে কোনও ফ্র্যাঞ্চাইজি! কিংবদন্তির প্রশ্ন ২৪ কোটির স্টার্ককে নিয়ে।  

Updated By: Feb 12, 2024, 03:50 PM IST
IPL 2024: 'কেউ এত টাকার...!' ২৪ কোটির পারিশ্রমিকেই প্রশ্ন সানির, কড়া কথা বললেন বাদশাদের
স্টার্ক ইস্য়ুতে কেকেআরকে প্রশ্ন সানির!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ডিসেম্বরের ঘটনা। দুবাইয়ে আইপিএল মিনি নিলামে (IPL Auction 2024), প্রথমে দর্শকের আসনেই বসেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আগুনে নিলামযুদ্ধে ভেঙ্কি মাইসোর অ্যান্ড কোংয়ের নিস্ক্রিয়তা দেখে, সোশ্যাল মিডিয়ায় একাধিক নেটাগরিকরা প্রশ্ন তুলেছিলেন যে, কেকেআর কী করতে গিয়েছে! তবে সময় গড়ানোর সঙ্গেই কেকেআর আড়মোড়া ভেঙে ওঠে। ধীরে ধীরে দল গোছায়।

আরও পড়ুন: IND vs ENG: 'চিত্রনগরী'তে রোহিতরা, রাজকীয় হেরিটেজ থিমের ঘর, হোটেলে শুরু ফুড ফেস্টও!

শুধু দল গোছানোই নয়, একেবারে ইতিহাস লিখে ফেলে কলকাতা। মিচেল স্টার্ককে (Mitchell Starc) ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় নেয় শাহরুখ খানের (Sharukh Khan)। অস্ট্রেলিয়ার জোড়া বিশ্বকাপ জয়ী মহাতারকা পেসার হয়ে যান আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার। ৩২ কোটি ৭০ লক্ষ টাকা নিয়ে নিলামে নামে দল, তারা একজনের জন্য়ই খরচ করে ফেলেছে ২৪ কোটি টাকার উপর! একজন ক্রিকেটারের পিছনে কী করে এত টাকা খরচ করতে পারে কোনও দল! এই মর্মেই প্রশ্ন তুলে দিলেন কিংবদন্তি সুনীল গাভাসকর (Sunil Gavaskar)!

আইপিএলের সম্প্রচারকারী চ্য়ানেলে সানি ২৪ কোটির পারিশ্রমিকের প্রসঙ্গে বলেন, 'এটা একেবারে পাগলামি। আমার মনে হয় না, কেউ এত টাকার যোগ্য়! ১৪ ম্য়াচের মধ্য়ে স্টার্ক যদি চার ম্য়াচে প্রভাব ফেলে জেতাতে পারে, তাহলে বলা যেতে পারে এই টাকার যোগ্য় সে। এরপরেও যদি স্টার্ক আরও চার ম্য়াচে নিজের ছাপ ফেলতে পারে, তাহলে বলতেই হবে অসাধারণ। ১৪ ম্য়াচের মধ্য়ে কম করে চার ম্যাচে ও ম্য়াচ জেতানো স্পেল করতেই হবে। মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস এবং আরসিবি-র মতো টিমের বিরুদ্ধে ওকে জ্বলে উঠতে হবে। কারণ এই তিন ফ্র্যাঞ্চাইজির ব্য়াটিং লাইনআপ অসাধারণ। এই টিমগুলিকে নাস্তানাবুদ করতে পারলেই বলা যাবে যে, স্টার্ক যোগ্য় ওই দামের।'
 
নিলামে কেকেআর এবার নিয়েছে-মিচেল স্টার্ক (২৪ কোটি ৭৫ লক্ষ), কেএস ভারত (৫০ লক্ষ), চেতন সাকারিয়া (৫০ লক্ষ), অঙ্গকৃষ রঘুবংশী (২০ লক্ষ), রমনদীপ সিং (২০ লক্ষ), শেরফানে রাদারফোর্ড (১.৫ কোটি), মণীশ পাণ্ডে (৫০ লক্ষ), মুজিব উর রহমান (২ কোটি), গাস অ্য়াটকিনসন (১ কোটি) ও সাকিব হুসেইনকে (২০ লক্ষ)। দেখা যাক আইপিএলে কলকাতার ফ্র্যাঞ্চাইজি কী ছাপ ফেলতে পারে!

আরও পড়ুন: WATCH | Kavya Maran: আইপিএলের আগেই কেন সেলিব্রেশনে মাতলেন কাব্য? রইল মারক্রমদের মালকিনের বায়োডেটা

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp)

.