Asian Games: সুনীলের পেনাল্টিতে শাপমোচন, বাংলাদেশের বিপক্ষে তিন পয়েন্ট ভারতের
ভারতের কোচ ইগর স্টিমাচ চিনের বিরুদ্ধে যে দল নিয়ে খেলা শুরু করেছিলেন সেই দলে তিনটি পরিবর্তন করেন। গোলরক্ষক গুরমিত সিং-এর বদলে ধীরজ মইরাংথেম, চিংলানসানা সিং-এর বদলে সুমিত রাঠি এবং রহিম আলির বদলে রোহিত দানু আসেন প্রথম দলে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হ্যাংজু এশিয়ান গেমসে গ্রুপ এ-তে তাদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে জয়ের পথে ফিরল ভারত। প্রথম ম্যাচে চিনের বিরুদ্ধে ৫-১ গোলে হারের পর ভারত অবশেষে জয়ের পথে ফিরে এসেছে।
সুনীল ছেত্রী খেলার ৮৫তম মিনিটে পেনাল্টিতে গোল করে ভারতকে গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট এনে দেন। এই জয় ভারতকে তাদের প্রথম ম্যাচে চিনের বিরুদ্ধে ভয়ানক পরাজয়ের পরেও নকআউট ওঠার আশা বাঁচিয়ে রাখতে সাহায্য করবে।
আরও পড়ুন: WATCH: চিনের মাটিতে তেরঙা ওড়ালেন ভারতীয়, তারপরের এই ঘটনা চরম ভাইরাল
ভারতের কোচ ইগর স্টিমাচ চিনের বিরুদ্ধে যে দল নিয়ে খেলা শুরু করেছিলেন সেই দলে তিনটি পরিবর্তন করেন। গোলরক্ষক গুরমিত সিং-এর বদলে ধীরজ মইরাংথেম, চিংলানসানা সিং-এর বদলে সুমিত রাঠি এবং রহিম আলির বদলে রোহিত দানু আসেন প্রথম দলে।
প্রথমার্ধে উভয় দলই সুযোগ তৈরি করতে ব্যার্থ হয়। দুই দলের লড়াই মনোগ্রাহী হয়নি। বাংলাদেশ ভারতকে তাদের স্বাভাবিক খেলা তৈরির সুযোগ দেয়নি। প্রথম অর্ধের শেষ মিনিটে, ছেত্রী, লাঞ্চুংনুঙ্গা এবং রাহুল কেপি তিনটি সুযোগ পেয়েছিল কিন্তু বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমা ভারতকে রুখে দেন।
দ্বিতীয়ার্ধে, ভারত ভালো শুরু করেছিল। মাঠে তাদেরকে আরও বেশি শক্তিশালি দেখায়। কিন্তু এরপরে তারা বাংলাদেশের রক্ষণ ভাঙতে পারেনি। স্টিমাচ গুরকিরাত সিং এবং স্যামুল কিনশিকে পরিবর্তন করে মাঠে নামান। এবং স্যামুয়েলের ফ্রিকিক পোস্টে আঘাত করে।
আরও পড়ুন: Mohammedan SC: ডেভিডের জোড়া গোলে সাদা-কালোর দুরন্ত জয় লাল-হলুদের বিরুদ্ধে
বাংলাদেশের অধিনায়ক রহমত মিয়া বক্সের ভেতরে ব্রাইস মিরান্ডাকে ফাউল করলে খেলার প্রায় শেষ সময়ে ভারতের গোল আসে। মিরান্ডা ডিফেন্ডারের উপর দিয়ে বল ফ্লিক করার চেষ্টা করেছিলেন এবং রহমত তার কিক পুরোপুরি মিস করেন। ছেত্রী স্পট থেকে গোল করতে কোনও ভুল করেননি।
জয়ের পর ছেত্রী বলেন, ‘এটা হতাশাজনক ছিল। আমি মনে করি অনেক কিছুই আমরা ভালো করতে পারতাম। দিনের শেষে তিনটি পয়েন্ট পাওয়া অপরিহার্য’।
খেলার প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রস্তুতির কথা না বলাই ভালো। এই ধরনের খেলার পর আপনি আমাকে সমস্যায় ফেলতে চাইবেন না। প্রস্তুতি আছে অথবা নেই, ছেলেরা এখানে রয়েছে বা নেই, ১৭ জন খেলোয়াড় রয়েছে বা ৩০ জন, এই সব আমারা পিছনে ফেলে এসেছি। আমাদের যা আছে আমরা (পরের খেলায়) সবই দেব। আমরা যা নিয়েই কথা বলি পরের ম্যাচে আমাদের কোনও প্রভাব ফেলবে না, তাই এটাকে বাদ দিন’।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল, স্বাস্থ্য ও প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের, রইল App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেলের ঢোকার রাস্তা)