মেসির সঙ্গে তুলনা পছন্দ নয় মেসি ভক্তের
আমি নিজে মেসির বড় ফ্যান।
নিজস্ব প্রতিবেদন : 'সুনীল...আমাদের মেসি'। মুম্বইয়ের ফুটবল এরিনায় গ্যালারিতে ঝুলতে থাকা একটা পোস্টারে লেখা রয়েছে শব্দগুলো। কিন্তু এই তুলনাটা একেবারেই পছন্দ নয় সুনীল ছেত্রীর।
রেকর্ড বলছে, ইন্টার কন্টিনেন্টাল কাপের ফাইনালে কেনিয়ার বিরুদ্ধে প্রথমার্ধে জোড়া গোল করতেই লিওনেল মেসিকে ছুঁয়ে ফেলেছেন ভারতীয় ফুটবলের পোস্টার বয় সুনীল ছেত্রী। এখন দেশের জার্সি গায়ে দু'জনেরই গোলসংখ্যা ৬৪। সুনীলের জোড়া গোলেই শেষপর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
আরও পড়ুন- সুনীল জাদুতে ইন্টার কন্টিনেন্টাল কাপে চ্যাম্পিয়ন ভারত
তবে মেসির সঙ্গে এমন তুলনায় দৃশ্যতই অস্বস্তিতে পড়া সুনীল স্পষ্ট জানিয়ে দিলেন, "আমি এ ভাবে তুলনা চাই না। শুধু দেশের হয়ে গোল করে যেতে চাই। আমি নিজে মেসির বড় ফ্যান।" তবে কি মেসির সঙ্গে তুলনায় লজ্জা পাচ্ছেন সুনীল?
আরও পড়ুন- মেসিকে স্পর্শ করলেন সুনীল
সুনীলের সঙ্গে মেসির তুলনা নিয়ে ইতিমধ্যে নানা কথা শোনা যাচ্ছে। তুলনাটা হচ্ছে দুই ফুটবলারের দেশের হয়ে করা গোল সংখ্যা সমান হয়ে যাওয়াতে। কিন্তু, খেলার গুনগতমানের ফারাকটা আস্মান জমিন বলেই হয়তো এত সমালোচনা। তবে সমালোচনা হলেও, তুলনায় না গিয়ে সুনীলের এই কৃতিত্বকে কোনও ভাবেই খাটো করতে চান না ফুটবল বিশেষজ্ঞদের একটা বড় অংশ।