বার্সায় `কামড়ের` পথে সুয়ারেজ

কামড় বিতর্কের মধ্যেই লিভারপুল ছাড়তে চলেছেন লুই সুয়ারেজ। আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে স্পেনের চ্যাম্পিয়ন ক্লাব বার্সেলোনায় যোগ দিতে পারেন উরুগুয়ের তারকা এই স্ট্রাইকার। শোনা যাচ্ছে প্রায় সাড়ে ছশো কোটি টাকায় মেসিদের ক্লাবে যোগ দিতে পারেন বিতর্কিত এই স্ট্রাইকার।

Updated By: Jul 5, 2014, 10:53 AM IST

কামড় বিতর্কের মধ্যেই লিভারপুল ছাড়তে চলেছেন লুই সুয়ারেজ। আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে স্পেনের চ্যাম্পিয়ন ক্লাব বার্সেলোনায় যোগ দিতে পারেন উরুগুয়ের তারকা এই স্ট্রাইকার। শোনা যাচ্ছে প্রায় সাড়ে ছশো কোটি টাকায় মেসিদের ক্লাবে যোগ দিতে পারেন বিতর্কিত এই স্ট্রাইকার।

দলবদলে চমক দিতে চলেছে বার্সেলোনা। বিশ্বকাপে কামড়ের জন্য বিখ্যাত হয়ে যাওয়া লুই সুয়ারেজকে সই করাতে চলেছে তারা। সবকিছু ঠিকঠাক চললে আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে স্পেনের বিখ্যাত ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারেন উরুগুয়ের এই তারকা স্ট্রাইকার। শোনা যাচ্ছে প্রায় সাড়ে ছশো কোটি টাকায় লিভারপুল ছেড়ে বার্সেলোনায় যোগ দিতে পারেন গতমরসুমে ইপিএলের সর্বোচ্চ গোলদাতা। বুধবার লিভারপুল কর্তাদের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয় বার্সেলোনা কর্তাদের। চিয়েলিনিকে কামড়ের জন্য ফিফা সুয়ারেজকে চারমাসের জন্য ফুটবল থেকে নির্বাসিত করেছে। যদিও ফিফার শৃঙ্খলারক্ষা কমিটির প্রধান জানিয়েছেন,ট্রান্সফারের জন্য মেডিকেল টেস্টে অংশ নিতে পারবেন বিতর্কিত এই সুয়ারেজ।

.