স্পট ফিক্সিং কাণ্ডে বেকসুর খালাস শ্রীসন্থ-অজিত-অঙ্কিত

শ্রীসন্থ, অজিত চান্ডিলা এবং অঙ্কিত চহ্বানকে স্পট ফিক্সিং মামলা থেকে অভিযোগমুক্ত করে দিয়েছে দিল্লি আদালত। কিন্তু এখনই ক্রিকেটে ফেরা হচ্ছে না এই তিন ক্রিকেটারের। ফিক্সিং কেলেঙ্কারিতে অভিযুক্ত হওয়ার পর ক্রিকেট থেকে শ্রীসন্থদের নির্বাসিত করে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আদালতের রায়ের পর একটি বিবৃতি দিয়ে বোর্ড জানিয়েছে ক্রিকেটারদের শাস্তি আপাতত বহাল থাকবে। তবে আদালতের রায়কে স্বাগত জানিয়েছে ভারতীয় ক্রিকেট মহল।

Updated By: Jul 25, 2015, 08:14 PM IST
স্পট ফিক্সিং কাণ্ডে বেকসুর খালাস শ্রীসন্থ-অজিত-অঙ্কিত

ওয়েব ডেস্ক: শ্রীসন্থ, অজিত চান্ডিলা এবং অঙ্কিত চহ্বানকে স্পট ফিক্সিং মামলা থেকে অভিযোগমুক্ত করে দিয়েছে দিল্লি আদালত। কিন্তু এখনই ক্রিকেটে ফেরা হচ্ছে না এই তিন ক্রিকেটারের। ফিক্সিং কেলেঙ্কারিতে অভিযুক্ত হওয়ার পর ক্রিকেট থেকে শ্রীসন্থদের নির্বাসিত করে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আদালতের রায়ের পর একটি বিবৃতি দিয়ে বোর্ড জানিয়েছে ক্রিকেটারদের শাস্তি আপাতত বহাল থাকবে। তবে আদালতের রায়কে স্বাগত জানিয়েছে ভারতীয় ক্রিকেট মহল।

ফিক্সিং মামলা থেকে অভিযোমুক্ত হওয়ার পর কবে শ্রীসন্থরা আবার ক্রিকেট খেলতে পারবেন সেটা ঠিক কবে বোর্ডের ওয়ার্কিং কমিটির বৈঠকে।

.