সচিন নন, ভারতরত্নের জন্য ধ্যানচাঁদের নাম পাঠাল ক্রীড়ামন্ত্রক

সচিন তেন্ডুলকর নন, হকির জাদুকর ধ্যানচাঁদের নাম ভারতরত্নের জন্য প্রস্তাব করল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। ক্রীড়ামন্ত্রকের বৈঠকে ভারতরত্নের জন্য সচিন আর ধ্যানচাঁদের নাম নিয়ে আলেচনা হয়, কিন্তু অলিম্পিকে দেশকে অনেক সোনা এনে দেওয়ার জন্য হকির জাদুকরের নামই দেশের সর্বোচ্চ এই পুরস্কারের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হল।

Updated By: Jul 19, 2013, 02:58 PM IST

সচিন তেন্ডুলকর নন, হকির জাদুকর ধ্যানচাঁদের নাম ভারতরত্নের জন্য প্রস্তাব করল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। ক্রীড়ামন্ত্রকের বৈঠকে ভারতরত্নের জন্য সচিন আর ধ্যানচাঁদের নাম নিয়ে আলেচনা হয়, কিন্তু অলিম্পিকে দেশকে অনেক সোনা এনে দেওয়ার জন্য হকির জাদুকরের নামই দেশের সর্বোচ্চ এই পুরস্কারের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হল।
ধ্যানচাঁদকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার দাবিতে ক্রীড়ামন্ত্রী জীতেন্দ্র সিংয়ের সঙ্গে ক দিন আগে দেখা করেন তাঁর ছেলে অশোক কুমার। ধ্যানচাঁদকে ভারতরত্ন দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রী মনমোহন সিংকে চিঠিও লেখেন ক্রীড়ামন্ত্রী জীতেন্দ্র সিং।
ধ্যানচাঁদ ছাড়াও ভারতরত্ন হওয়ার দৌড়ে সচিন, অভিনব বিন্দ্রা, তেনজিং নোরগে। আজ পর্যন্ত কোনও ক্রীড়াবিদ ভারতরত্ন পুরস্কার পাননি।
প্রসঙ্গত, ২০০৮ সালের পর থেকে ভারতরত্ন পুরস্কার কাউকে দেওয়া হয়নি। শেষবার ভারতরত্ন পুরস্কার পান ভীমসেন জোশি।
আপনি লিখুন ভারতরত্ন কি সচিন নাকি ধ্যানচাঁদ, কার পাওয়া উচিত।

.