চার বছরের ব্যবধানে ইউরোয় ফের মুখোমুখি স্পেন আর ক্রোয়েশিয়া

চার বছরের ব্যবধানে ইউরোয় ফের মুখোমুখি হচ্ছে স্পেন আর ক্রোয়েশিয়া। মঙ্গলবার রাতে গ্রুপ লিগের শেষ ম্যাচে গত দুবারের চ্যাম্পিয়ন স্পেনের বিরুদ্ধে নামছে মদ্রিচহীন ক্রোয়েশিয়া। পরপর দু ম্যাচ জিতে ইতিমধ্যেই নক আউটে যোগ্যতা অর্জন করে গেছে স্প্যানিশ আর্মাডা। অন্যদিকে নক আউটে যেতে এখনও এক পয়েন্ট দরকার মানজুকিচদের। আগের ম্যাচে তিকিতাকার ঝলক দেখিয়ে জিতেছিল স্পেন। মাঝামঠে ঝড় তুলেছিলেন ইনিয়েস্তারা। তাই চ্যাম্পিয়নদের মোকাবিলা করার আগে প্রতিপক্ষকে বেশ সমীহ করছেন ক্রোয়েশিয়া কোচ। গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারছেন না ক্রোয়েশিয়ার সেরা অস্ত্র মদ্রিচ। রিয়াল তারকার না থাকাকে ফ্যাক্টর হিসাবেই দেখা হচ্ছে। শুধু তাই নয় অনিশ্চিত তারকা স্ট্রাইকার মানজুকিচও। আগের ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে এগিয়ে থেকেও জেতা হয়নি ক্রোয়েশিয়ার।

Updated By: Jun 21, 2016, 12:19 PM IST
চার বছরের ব্যবধানে ইউরোয় ফের মুখোমুখি স্পেন আর ক্রোয়েশিয়া

ওয়েব ডেস্ক: চার বছরের ব্যবধানে ইউরোয় ফের মুখোমুখি হচ্ছে স্পেন আর ক্রোয়েশিয়া। মঙ্গলবার রাতে গ্রুপ লিগের শেষ ম্যাচে গত দুবারের চ্যাম্পিয়ন স্পেনের বিরুদ্ধে নামছে মদ্রিচহীন ক্রোয়েশিয়া। পরপর দু ম্যাচ জিতে ইতিমধ্যেই নক আউটে যোগ্যতা অর্জন করে গেছে স্প্যানিশ আর্মাডা। অন্যদিকে নক আউটে যেতে এখনও এক পয়েন্ট দরকার মানজুকিচদের। আগের ম্যাচে তিকিতাকার ঝলক দেখিয়ে জিতেছিল স্পেন। মাঝামঠে ঝড় তুলেছিলেন ইনিয়েস্তারা। তাই চ্যাম্পিয়নদের মোকাবিলা করার আগে প্রতিপক্ষকে বেশ সমীহ করছেন ক্রোয়েশিয়া কোচ। গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারছেন না ক্রোয়েশিয়ার সেরা অস্ত্র মদ্রিচ। রিয়াল তারকার না থাকাকে ফ্যাক্টর হিসাবেই দেখা হচ্ছে। শুধু তাই নয় অনিশ্চিত তারকা স্ট্রাইকার মানজুকিচও। আগের ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে এগিয়ে থেকেও জেতা হয়নি ক্রোয়েশিয়ার।

স্পেনের বিরুদ্ধে মাঠে নামার আগে র‍্যাকিটিচদের সেটা মনে করিয়ে দিচ্ছেন ক্রোয়েশিয়া কোচ। ইতিমধ্যেই নক আউটে যোগ্যতা অর্জন করে যাওয়ায় বেশ কয়েকজনকে বিশ্রাম দিতে পারেন স্পেন কোচ দেল বস্কে। একটা হলুদ কার্ড দেখে থাকা সার্গিও র‍্যামোসের জায়গায় স্যান জোসকে খেলাতে পারেন স্প্যানিশ কোচ। তবে নক আউটের কঠিন চ্যালেঞ্জের আগে দলে খুব বেশিপরিবর্তনের পক্ষপাতী নন দেল বস্কে। কেননা সেক্ষেত্রে দলের ছন্দ নষ্ট হতে পারে। চার বছর আগে দুই দলের শেষ সাক্ষাতে এক-শূন্য গোলে জিতেছিল স্পেন। ফ্রান্সেও সেই ফলাফলেরই পুনরাবৃত্তি চাইছে স্প্যানিশ আর্মাডা।

 

.