U-20 Women’s World Cup 2022: জাপানকে গুঁড়িয়ে বিশ্বকাপ জিতে মধুর প্রতিশোধ স্পেনের

পেদ্রো লোপেজের টিম রুদ্ধশ্বাস ফাইনাল জিতে মধুর প্রতিশোধ নিল। কারণ এই জাপানের কাছেই ২০১৮-র ফাইনালে একই ব্যবধানে হারতে হয়েছিল স্পেনকে। 

Updated By: Aug 30, 2022, 09:48 PM IST
U-20 Women’s World Cup 2022: জাপানকে গুঁড়িয়ে বিশ্বকাপ জিতে মধুর প্রতিশোধ স্পেনের
অসাধারণ ফুটবল স্পেনের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফিফা অনূর্ধ্ব-২০ মহিলাদের বিশ্বকাপ (U-20 Women’s World Cup 2022) জিতল স্পেন। এস্তাদিও ন্য়াসিওনাল দে কোস্তা রিকা স্টেডিয়ামে (Estadio Nacional de Costa Rica) স্পেন ৩-১ জাপানকে গুঁড়িয়ে বিশ্বখেতাব হাতে তোলে। পেদ্রো লোপেজের টিম রুদ্ধশ্বাস ফাইনাল জিতে মধুর প্রতিশোধ নিল। কারণ এই জাপানের কাছেই ২০১৮-র ফাইনালে একই ব্যবধানে হারতে হয়েছিল স্পেনকে। ফিফা অনূর্ধ্ব-২০ মহিলাদের বিশ্বকাপে জাপান টানা নয় ম্যাচ অপ্রতিরোধ্য ছিল। স্প্যানিশ আর্মাডার কাছে পরাস্ত হয়ে জাপানের সেই রেকর্ড আর অক্ষত থাকল না। বিশ্বকাপের ফাইনালে ম্যাচের মাত্র ১২ মিনিটে স্পেনকে এগিয়ে দিয়েছিলেন ইনমা গাবারো। ২৭ মিনিটের মধ্যেই স্কোরলাইন হয়ে ৩-০ করে দেন সালমা প্যারাউয়েলে। পাঁচ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে স্পেনকে বিশ্বকাপ জিতিয়ে দেন বিরতির আগেই। দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে সুজু আমানো জাপানের হয়ে ব্যবধান কমিয়ে ছিলেন বটেই। কিন্তু বাকি ম্যাচে আর স্পেনের রক্ষণ ভেঙে গোল করতে পারেনি জাপান।

জাপানের মাইকা হামানো হয়েছেন টুর্নামেন্টের সেরা ফুটবলার। অন্যদিকে ব্রাজিল ৪-১ গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয় স্থানাধিকারী দল হয়েছে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.