মাদ্রিদে মেসিহীন আর্জেন্টিনাকে নিয়ে ছেলেখেলা করল স্পেন
৬-১ গোলে ম্যাচ জিতে নেয় স্পেন। হুলেন গোপেতেগুইয়ের কোচিংয়ে টানা ১৮ ম্যাচে অপরাজিত স্পেন রাশিয়া বিশ্বকাপের অন্যতম দাবিদার হয়ে উঠছে বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।
নিজস্ব প্রতিবেদন : চোটের কারণে মঙ্গলবার মাদ্রিদে খেলেনি লিওনেল মেসি। মেসিহীন আর্জেন্টিনা মাদ্রিদে তার চেয়েও বড় 'চোট' পেল।
ইস্কোর হ্যাটট্রিকের সৌজন্যে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে আর্জেন্টিনাকে ৬-১ গোলে হারাল স্পেন।
¡¡FINAL EN MADRID!! ¡Vaya partidazo que hemos hecho!
¡Gracias por vuestro apoyo!
| 6-1 | 90' | #VamosEspaña pic.twitter.com/1CNSOjNaKT
— Selección Española de Fútbol (@SeFutbol) March 27, 2018
রাশিয়া বিশ্বকাপের দল নির্বাচনের আগে স্পেনের বিরুদ্ধে এটাই ছিল আর্জেন্টিনার শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। কোচ জর্জ স্যাম্পাওলির কাজটা আরও কঠিন হয়ে দাঁড়াল। মাদ্রিদের মেট্রোপলিটন স্টেডিয়ামে স্পেনের কাছে মুখ থুবড়ে পড়ল আর্জেন্টিনা। ১২ মিনিটে দিয়েগো কস্তার গোলে প্রথমে এগিয়ে যায় স্পেন। এরপর ইস্কো ম্যাজিক শুরু। ২৭ মিনিটে মার্কো আসেনসিওর ক্রসে ইস্কোর গোলে ব্যবধান বাড়ায় স্প্যানিশরা। ৩৯ মিনিটে বানেগার কর্নার থেকে ওতামেন্দির গোলে ব্যবধান কমায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ইস্কোর গোলে স্কোরলাইন ৩-১ হয়ে যায়। ৫৫ মিনিটে থিয়াগো আলকান্তারার গোলে স্পেন ৪-১ গোলে এগিয়ে যায়। এরপর দু'মিনিটের ব্যবধানে দু'টি গোল। ৭৩ মিনিটে আসপাস আর পরের মিনিটেই হ্যাটট্রিক পূর্ণ করেন ইস্কো।
৬-১ গোলে ম্যাচ জিতে নেয় স্পেন। হুলেন গোপেতেগুইয়ের কোচিংয়ে টানা ১৮ ম্যাচে অপরাজিত স্পেন রাশিয়া বিশ্বকাপের অন্যতম দাবিদার হয়ে উঠছে বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। অন্যদিকে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে বড় ব্যবধানে হারল মাসচেরানোরা। শুধু স্পেনের বিরুদ্ধেই নয় এর আগে ১৯৫৮ সালে বিশ্বকাপে চেকোশ্লোভাকিয়া এবং ২০১০ সালে বিশ্বকাপের বাছাই পর্বে বলিভিয়ার কাছে ওই ৬-১ ব্যবধানে হেরেছিল আর্জেন্টিনা।
আরও পড়ুন- জেসুসের গোলে জার্মানিকে হারিয়ে 'প্রতিশোধ' নিল ব্রাজিল