ঘূর্ণি 'ঝড়ে' কোমর ভাঙল দক্ষিণ আফ্রিকার
২০১ রানে গুটিয়ে গিয়েছিল ভারত। মোহালির পিচে প্রথম দিনের খেলাতেই বোঝা যাচ্ছিল 'খেলা ঘুরবে'। ভারতের ব্যাটিং বিপর্যয়ে যারা ভেবেছিল 'এই ম্যাচটাও গেল' তাঁদের জন্য অশ্বিনরা মনে মনে হয়ত এটাই ভাবছিল 'পিকচার আভি বাকি হে মেরে দোস্ত'। তেমনটাই হল।
ওয়েব ডেস্ক: ২০১ রানে গুটিয়ে গিয়েছিল ভারত। মোহালির পিচে প্রথম দিনের খেলাতেই বোঝা যাচ্ছিল 'খেলা ঘুরবে'। ভারতের ব্যাটিং বিপর্যয়ে যারা ভেবেছিল 'এই ম্যাচটাও গেল' তাঁদের জন্য অশ্বিনরা মনে মনে হয়ত এটাই ভাবছিল 'পিকচার আভি বাকি হে মেরে দোস্ত'। তেমনটাই হল।
প্রথম দিনে ১২ উইকেটের পতন। আর দ্বিতীয় দিন স্পিনের দাপটে লাঞ্চের পরের সেশনেই ৮ উইকেট ডাউন। প্রথম ইনিংসে মাত্র ১৮৪ রানেই গুটিয়ে গেল প্রোটিওরা। আমলা, দুপ্লেসিসরা কার্যত ২২ গজে এলেন আর গেলনে। একমাত্র লড়াইটা চালিয়েছেন দক্ষিণ আফ্রিকার 'মধ্যমণি' এবি ডিভি। ডিভিলিয়ার্সের সংগ্রহ ৬৩ রান। অমিত মিশ্রের বলে এবি আউট হতেই দক্ষিণ আফ্রিকার ইনিংস কার্যত শেষ হয়ে যায়। ভারতের লিড ১৭ রান।
৫১ রান দিয়ে ৫ উইকেট নেন আর অশ্বিন। 'স্যার' রবীন্দ্র জাদেজার ঝুলিতে এসেছে ৩টি উইকেট। লেগ স্পিনার অমিত মিশ্র পেয়েছেন ২টি উইকেট।