কর দফতরের বিরুদ্ধে মামলা সৌরভের
পরিষেবা কর দফতরের বিরুদ্ধে মামলা করলেন সৌরভ গাঙ্গুলি। সৌরভকে ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত তিন কোটি টাকা পরিষেবা কর ধার্য করে পরিষেবা কর দফতর। সৌরভের আইনজীবী অমিতাভ মিত্র জানিয়েছেন, অনৈতিকভাবে এই টাকা দাবি করেছে পরিষেবা কর দফতর। ২০০৬ - ১০ সাল পর্যন্ত ভারতীয় দল ও নাইট রাইডার্সে খেলার সময় বিজ্ঞাপনের প্রচার সংক্রান্ত বিষয়ে এই কর দাবি করেছে পরিষেবা কর দফতর।
পরিষেবা কর দফতরের বিরুদ্ধে মামলা করলেন সৌরভ গাঙ্গুলি। সৌরভকে ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত তিন কোটি টাকা পরিষেবা কর ধার্য করে পরিষেবা কর দফতর। সৌরভের আইনজীবী অমিতাভ মিত্র জানিয়েছেন, অনৈতিকভাবে এই টাকা দাবি করেছে পরিষেবা কর দফতর। ২০০৬ - ১০ সাল পর্যন্ত ভারতীয় দল ও নাইট রাইডার্সে খেলার সময় বিজ্ঞাপনের প্রচার সংক্রান্ত বিষয়ে এই কর দাবি করেছে পরিষেবা কর দফতর।
কিন্তু সৌরভের আইনজীবী পরিতোষ সিংহ জানিয়েছেন যে সময়কালের কর চাওয়া হচ্ছে সেসময় সৌরভ কোনও বাণিজ্যিক কাজ করেননি। সোম অথবা মঙ্গলবার হাইকোর্টে এই মামলার শুনানি হতে পারে।