করোনা মোকাবিলায় মানবিক মহারাজ, ২৫বছর পর বেলুড় মঠে গিয়ে দুঃস্থদের ২০০০কেজি চাল বিতরণ সৌরভের
করোনাভাইরাসের মোকাবিলায় ৫০ লক্ষ টাকার চাল অসহায় মানুষদের হাতে তুলে দেবেন বলে আগেই কথা দিয়েছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।
নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাসের কারণে গোটা বিশ্ব এই মুহূর্তে অভূতপূর্ব এক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সেই সংকটের মুহূর্তে ২৫ বছর পর বেলুড় মঠে হাজির মহারাজ। প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবার মারণ ভাইরাসের মোকাবিলায় মাঠে নামলেন সৌরভ গাঙ্গুলি।
করোনাভাইরাসের মোকাবিলায় ৫০ লক্ষ টাকার চাল অসহায় মানুষদের হাতে তুলে দেবেন বলে আগেই কথা দিয়েছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। তার প্রথম পদক্ষেপ হিসেবে আজ দুপুরে বেলুড় মঠে যান মহারাজ। দেখা করেন মঠের সন্ন্যাসীদের সঙ্গে। গরিব অসহায় মানুষদের জন্য চাল তুলে দেন সৌরভ। এদিন ২০০০ কেজি চাল তুলে দেন সৌরভ।
Visited belur math after 25 years .. handed over 2000kgs of rice for the needy pic.twitter.com/FcIqHcWMh7
— Sourav Ganguly (@SGanguly99) April 1, 2020
করোনা আতঙ্কের জেরে দেশজুড়ে লকডাউন চলছে। এই অবস্থায় সবচেয়ে বিপদের মধ্যে পড়েছেন দেশের গরিব মানুষরা। ব্যক্তিগত উদ্যোগে বিনামূল্যে তাঁদের অন্নের ব্যবস্থা করছেন বোর্ড প্রেসিডেন্ট। ঘরের ছেলে সৌরভ গাঙ্গুলির মানবিক মুখ দেখল গোটা বাংলা।
আরও পড়ুন - করোনার থাবায় বিশ বাঁও জলে আই লিগ, ফের লিগ শুরুর সম্ভবনা ক্ষীণ!