"ভারত সবচেয়ে উজ্জ্বল রত্ন হারাল" বাজপেয়ীর মৃত্যুতে বললেন সৌরভ
২০০৪ সালে ঐতিহাসিক পাকিস্তান সফরে যাওয়ার আগে ভারতীয় ক্রিকেটারদের একটি ব্যাট উপহার দিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী তাতে লিখে দিয়েছিলেন...
নিজস্ব প্রতিবেদন : দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন অটল বিহারী বাজপেয়ী। ৯ সপ্তাহ ধরে এইমস-এ চিকিত্সাধীন ছিলেন তিনি। মঙ্গলবার থেকে তাঁর শারীরিক পরিস্থিতির আরও অবনতি হয়। চিকিত্সা পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তবে চেষ্টার কোনও কসুর করেননি চিকিত্সকরা। বৃহস্পতিবার বিকেল ৫টা বেজে ৫ মিনিটে এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীকে টুইটে শ্রদ্ধা জানিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন - ‘মন জিতে এসো’, পাকিস্তান সিরিজের আগে সৌরভকে বলেছিলেন অটল বিহারী বাজপেয়ী
চোদ্দো বছর আগে অটল বিহারী বাজপেয়ী যে ভাবে তাঁদের মন জিতে নিয়েছিলেন, তা এখন মনে পড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ২০০৪ সালে ঐতিহাসিক পাকিস্তান সফরে যাওয়ার আগে ভারতীয় ক্রিকেটারদের একটি ব্যাট উপহার দিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী তাতে লিখে দিয়েছিলেন, "শুধু খেলাই না, মন জিতে এসো"। বাজপেয়ীর সেই ব্যাট উপহার দেওয়ার ছবি টুইট করেন সৌরভ। সঙ্গে লেখেন, "ভারত সবচেয়ে উজ্জ্বল রত্ন হারাল। এক অসাধারণ ব্যক্তিত্ব। তাঁর আত্মার শান্তি কামনা করি।"
Bharat loses its gleaming Ratna...An amazing soul .. may his soul rest in peace pic.twitter.com/Vxq4b2MW9O
— Sourav Ganguly (@SGanguly99) August 16, 2018
প্রয়াত বাজপেয়ী যে ভাবে শুভেচ্ছা জানিয়েছিলেন সৌরভদের, তা সত্যিই তাঁদের মন ছুঁয়ে গিয়েছিল বলেও জানান সেই দলের ম্যানেজার রত্নাকর শেট্টি। ১৯ বছর পরে সেই পাকিস্তান সফরে ভারতীয় দলে ছিলেন সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, অনিল কুম্বলে, বীরেন্দ্র সেওয়াগের মতো তারকারা। সেই সফরে রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী বাজপেয়ী সৌরভদের সঙ্গে কাটিয়েছিলেন ঘণ্টাখানেক। প্রধানমন্ত্রী বাজপেয়ীর দেওয়া সেই ব্যাট উপহার পেয়ে উদ্বুদ্ধ হয়েছিল গোটা দল। টেস্ট ও একদিনের সিরিজ দু'টোই জিতে ফিরেছিল ভারত।