Sourav Ganguly | Asia Cup 2023: ভারত-পাক মহারণে ফেভারিট কে? টিম থেকে চাহাল হয়ে বুমরা! দাদা দিলেন তাঁর রায়

Sourav Ganguly Has No Favourite In India vs Pakistan Asia Cup 2023: সামনেই এশিয়া কাপ। ভারত-পাক ম্যাচ থেকে শুরু করে, দল, বুমরার প্রত্যাবর্তন, চাহালের বাদ পড়া! এসব নিয়েই সৌরভের কাছে প্রশ্ন ছিল মিডিয়ার। উত্তর দিলেন দাদা। 

Updated By: Aug 25, 2023, 10:47 AM IST
 Sourav Ganguly | Asia Cup 2023:  ভারত-পাক মহারণে ফেভারিট কে? টিম থেকে চাহাল হয়ে বুমরা! দাদা দিলেন তাঁর রায়

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুয়ারে এশিয়া কাপ (Asia Cup 2023)। কাপযুদ্ধ শুরু ৩১ অগস্ট থেকে। চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। গত ২৩ অগস্টথেকে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে শুরু হচ্ছে জাতীয় শিবির। এনসিএ-তে জড়ো হয়েছেন রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) শিষ্য়রা! সাত দিনের ক্যাম্প শেষ করেই রোহিত শর্মা (Rohit Sharma) অ্য়ান্ড কোং উড়ে যাবে শ্রীলঙ্কায়। আগামী ২ সেপ্টেম্বর এশিয়া কাপের অভিযান শুরু করছে ভারত। শ্রীলঙ্কার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোহিতরা প্রথম ম্যাচেই মুখোমুখি হবেন বাবর আজমদের (Babar Azam) পাকিস্তানের বিরুদ্ধে। ফের 'মাদার অফ অল ব্য়াটল'! সম্মুখ সমরে ওয়াঘার দুই পারের দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ। ভারত-পাক (India vs Pakistan) ম্যাচ থেকে শুরু করে, এশিয়া কাপের দল ও যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) প্রত্য়াবর্তন। এসব নিয়েই এবার নিজের মতামত প্রকাশ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। 

আরও পড়ুন: Asia Cup 2023: 'ওর চেয়ে ভালো কেউ নেই!' বাদ পড়া তারকার জন্য সওয়াল ভাজ্জির, মারলেন বিষাক্ত ছোবল

দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক ও প্রাক্তন বিসিসিআই সভাপতি উপস্থিত ছিলেন কলকাতায় এক ইভেন্টে। সেখানে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, ভারচ-পাক ম্যাচে কে ফেভারিট? উত্তরে মহারাজ বলেন, 'কে ফেভারিট, এটা আমার পক্ষে বলা মুশকিল। দু' টোই ভালো টিম। পাকিস্তানও ভালো টিম। ইন্ডিয়া তো খুবই ভালো টিম। য ভালো খেলবে সে জিতবে। কেউ ফেভারিট নয়।' 

১১ মাস মাঠের বাইরে ছিলেন বুমরা। চোট সারিয়ে তিনি ফিরেছিলেন আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ়ের হাত ধরে। দু’টি ম্যাচে চার উইকেট নিয়ে সিরিজ় সেরাও হয়েছেন তিনি। তাঁর নেতৃত্বেই ভারত হারিয়েছে আয়ারল্যান্ডকে। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে বুমরার ফিটনেস দেখে নিতেই তাঁকে পাঠানো হয়েছিল আয়ারল্যান্ডে। বুমরার দিকে চোখ ছিল সৌরভেরও। বুমরার প্রত্যাবর্তন নিয়ে তিনি বলেন, 'বুমরা আয়ারল্যান্ডে ভালোই দেখলাম। টি-টোয়েন্টি দিয়ে শুরু করল। এবার পঞ্চাশ ওভারে বল করবে। ১০ ওভার বল করবে। সময়ের সঙ্গে ওর ফিটনেস আরও ভালো হবে।'

এশিয়া কাপের জন্য আগুনে স্কোয়াড হয়েছে রোহিতদের। তবে এই দলে সুযোগ পাননি দেশের সিনিয়র লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল । কুলদীপ যাদবকে বেছে নেওয়া হয়েছে। তাঁর সঙ্গে রয়েছেন রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। চাহালকে দলে না নেওয়ায় প্রশ্ন তুলেছেন হরভজন সিংয়ের মতো কিংবদন্তিরা। তবে সৌরভ বললেন, 'ঠিকই আছে। তিনজন স্পিনারকেই নেওয়া যেত। অক্ষর প্যাটেলকে নিয়ে ভালো করেছে। ও ব্যাট করতে পারে।'

আরও পড়ুন: Virat Kohli | Asia Cup 2023: ফিটনেস শিল্পে তিনি পিকাসো, পরীক্ষায় চমকে দেওয়া নম্বর! বাইশ গজে লাগল তাক

এশিয়া কাপে ১৭ সদস্যের শক্তিশালী স্কোয়াড হয়েছে রোহিত শর্মা , শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ঈশান কিশান, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি , মহম্মদ সিরাজ , কুলদীপ যাদব ও প্রসিদ্ধ কৃষ্ণা। স্ট্যান্ড-বাইতে রয়েছেন সঞ্জু স্যামসন। চোট-আঘাত সারিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে প্রত্যাবর্তন করেছেন শ্রেয়স-রাহুল।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.