Vijay Hazare Trophy: ১৪৯ রানে হার, টুর্নামেন্ট থেকে বিদায়ের পথে বাংলা

দুটি ম্যাচেই মুখ থুবড়ে পড়ল বাংলা।

Updated By: Feb 25, 2021, 08:25 PM IST
Vijay Hazare Trophy: ১৪৯ রানে হার, টুর্নামেন্ট থেকে বিদায়ের পথে বাংলা
ছবি সৌজন্যে- CAB।

নিজস্ব প্রতিবেদন-  হার শুধু নয়। বড় ব্যবধানে হার। তাই চিন্তা বেশি। বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) এবার সৌরাষ্ট্রের কাছে ১৪৯ রানে হারল বাংলা। প্রথম ম্যাচে সার্ভিসেসের কাছে জেতার পর বাংলার সমর্থকরা আশার আলো দেখেছিলেন। কিন্তু সেই আলো বেশিক্ষণ টিকল না। পরের দুটি ম্যাচেই মুখ থুবড়ে পড়ল বাংলা। দ্বিতীয় ম্যাচে চণ্ডীগড়ের কাছে ৫ উইকেটে হেরেছিলেন অনুষ্টুপরা। এবার সৌরাষ্ট্রের কাছে বিধ্বস্ত।

সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে এদিন সৌরাষ্ট্র প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৩২৪ রান তোলে। অভি ব্যারট করেন ৮৩, প্রেরক মানকড় ৫৯। ঈশান পোড়েল ৭১ রান দিয়ে নেন তিনটি উইকেট। পাল্টা ব্যাট করতে নেমে বাংলার ব্যাটসম্যানরা খেলেন ৩৭ ওভার। ১৭৫ রানে অল-আউট হয়ে যায় বাংলা। অভিমন্যু ঈশ্বরন ৬১ ও কাইফ আহমেদ ৩৭ রান ছাড়া কেউ উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেননি। ৪৬ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন জয়দেব উনাদকাট (Jaydev Unadkat)। ছটি দলের গ্রুপে বাংলা এখন পাঁচে। সৌরাষ্ট্র এবং চণ্ডীগড় তিনটি করে ম্য়াচ খেলে ১২ পয়েন্ট নিয়ে এক ও দুইয়ে রয়েছে।

আরও পড়ুন-  একাই ২২৭ রান, Vijay Hazare Trophy 'শ'শাসিত

নেট রান রেট-এর বিচারেও বাংলা অনেকটাই পিছিয়ে। হরিয়ানা ও জম্মু-কাশ্মীর রয়েছে বাংলার উপরে। ফলে টুর্নামেন্টে টিকে থাকতে হলে বাংলাকে এখন অন্য দলের হার-জিতের দিকে তাকিয়ে থাকতে হবে। 

.