মোহনবাগানের সোনি নিয়ে আইএসএলে টানাটানি, নর্দিকে দলে নিতে ঝাঁপাচ্ছে মুম্বাই, কলকাতা

আগামী আইএসএলে মুম্বই দলের হয়ে খেলতে দেখা যেতে পারে মোহনবাগানের তারকা স্ট্রাইকার সোনি নর্দিকে। রণবীর কাপুরের দল ছাড়াও, অ্যাটলেটিকোর অফার রয়েছে হাইতির এই স্ট্রাইকারের কাছে। তবে কলকাতার থেকেও মুম্বইয়ের অফারই বেশ লোভনীয়। তাই মুম্বই দলের দিকেই ঝুঁকে সোনি। শনিবার রাতে শহরে ফিরছেন মোহনবাগানের শীর্ষ কর্তা দেবাশিস দত্ত। রবিবার তার সঙ্গে আলোচনায় বসতে পারেন সোনি। সবুজ-মেরুনের সঙ্গে আগামী বছরের চুক্তির ব্যাপারেও প্রাথমিক কথাবার্তা হয়ে যাওয়ার কথা সেই বৈঠকে। সোমবার  শহর ছাড়ার আগে মোহনবাগানে খেলার ব্যাপারে সোনি সম্মতি দিয়ে যাবেন বলেই মনে করছেন সবুজ-মেরুন কর্তারা। সেক্ষেত্রে পরবর্তী সময়ে শহরে এসে সোনির চুক্তি চূড়ান্ত করবেন তাঁর এজেন্ট। সোনির সঙ্গে চুক্তির ব্যাপারে অনেকটা এগিয়ে থাকলেও মোহনবাগানকে অনিশ্চিত রেখেছেন কাতসুমি। জাপানি মিডফিল্ডার কাতসুমির মোহনবাগানাই প্রথম পছন্দ। তবে ভারত এফ সি-র অফার ভাবাচ্ছে তাঁকে। 

Updated By: Jun 7, 2015, 01:13 PM IST
মোহনবাগানের সোনি নিয়ে আইএসএলে টানাটানি, নর্দিকে দলে নিতে ঝাঁপাচ্ছে মুম্বাই, কলকাতা

ব্যুরো: আগামী আইএসএলে মুম্বই দলের হয়ে খেলতে দেখা যেতে পারে মোহনবাগানের তারকা স্ট্রাইকার সোনি নর্দিকে। রণবীর কাপুরের দল ছাড়াও, অ্যাটলেটিকোর অফার রয়েছে হাইতির এই স্ট্রাইকারের কাছে। তবে কলকাতার থেকেও মুম্বইয়ের অফারই বেশ লোভনীয়। তাই মুম্বই দলের দিকেই ঝুঁকে সোনি। শনিবার রাতে শহরে ফিরছেন মোহনবাগানের শীর্ষ কর্তা দেবাশিস দত্ত। রবিবার তার সঙ্গে আলোচনায় বসতে পারেন সোনি। সবুজ-মেরুনের সঙ্গে আগামী বছরের চুক্তির ব্যাপারেও প্রাথমিক কথাবার্তা হয়ে যাওয়ার কথা সেই বৈঠকে। সোমবার  শহর ছাড়ার আগে মোহনবাগানে খেলার ব্যাপারে সোনি সম্মতি দিয়ে যাবেন বলেই মনে করছেন সবুজ-মেরুন কর্তারা। সেক্ষেত্রে পরবর্তী সময়ে শহরে এসে সোনির চুক্তি চূড়ান্ত করবেন তাঁর এজেন্ট। সোনির সঙ্গে চুক্তির ব্যাপারে অনেকটা এগিয়ে থাকলেও মোহনবাগানকে অনিশ্চিত রেখেছেন কাতসুমি। জাপানি মিডফিল্ডার কাতসুমির মোহনবাগানাই প্রথম পছন্দ। তবে ভারত এফ সি-র অফার ভাবাচ্ছে তাঁকে। 

.