Rohit Sharma: কেন রোহিতকে পছন্দ করেন? কারণ জানালেন স্যর ভিভ রিচার্ডস

Rohit Sharma: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ভালো খেলতে হলে ব্যাটার রোহিতকেও ভালো পারফরম্যান্স করতে হবে। এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের অন্যতম ট্যালেন্টেড ব্যাটার তিনি। তার স্ট্রোক প্লে-র খ্যাতি জগতজোড়া। 

Updated By: Oct 9, 2022, 06:43 PM IST
Rohit Sharma: কেন রোহিতকে পছন্দ করেন? কারণ জানালেন স্যর ভিভ রিচার্ডস
রোহিতকে পছন্দ করেন। জানিয়ে দিলেন ভিভ।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) সাদা বলের ক্রিকেটে অন্যতম সেরা ক্রিকেটার। গোটা ক্রিকেট বিশ্বে এই মুহূর্তে সীমিত ওভারের ক্রিকেটে 'হিটম্যান'-এর মতো ব্যাটারের সংখ্যা খুব কম। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup 2007) ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয়েছিল রোহিতের। সম্প্রতি তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর সম্পন্ন করেছেন। অস্ট্রেলিয়ার মাটিতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ((ICC T20 World Cup 2022) ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন তিনি। এর আগেই রোহিতের প্রতি তাঁর ভালোবাসার কথা জানালেন স্যার ভিভিয়ান রিচার্ডস (Sir Vivian Richards)। ভিভের মতে রোহিতের ব্যাটিংয়ের বড় ভক্ত তিনি।

স্যর ভিভিয়ান রিচার্ডস বলেছেন,'আমি সবসময় রোহিতকে পছন্দ করতাম। বিশেষ করে যখন বিরাট অধিনায়ক ছিল। রোহিত অধিনায়ক হওয়ার আগে থেকেই আমি ওর বিরাট ভক্ত ছিলাম।'

পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ভালো খেলতে হলে ব্যাটার রোহিতকেও ভালো পারফরম্যান্স করতে হবে। এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের অন্যতম ট্যালেন্টেড ব্যাটার তিনি। তার স্ট্রোক প্লে-র খ্যাতি জগতজোড়া। 

আরও পড়ুন: Urvashi Rautela and Rishab Pant: পন্থের টানেই কি অস্ট্রেলিয়ায় উর্বশী! নায়িকার পোস্ট ঘিরে ফের জল্পনা

আরও পড়ুন: Rafael Nadal: বাবা হলেন রাফায়েল নাদাল, ফুটফুটে সন্তানের জন্ম দিলেন স্ত্রী মেরি

প্রসঙ্গত একদিনের ক্রিকেটে তিনি একমাত্র ব্যাটার যার ঝুলিতে রয়েছে তিনটি দ্বিশতরানের ইনিংস। ৫০ ওভারের ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রানের মালিকও তিনি। ২০১৪ সালে কলকাতাতে এই নজির গড়েছিলেন তিনি।‌ শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে করেছিলেন ২৬৪ রান। 

১৯৭০, ৮০'র দশকে যেমন ভিভিয়ান রিচার্ডস ক্রিকেট বিশ্বে একটা বিপ্লব নিয়ে এসেছিলেন। বর্তমান সময়ে ঠিক সেই কাজটাই করেছেন রোহিত শর্মা। গত বছর নভেম্বর মাসে বিরাটের পরিবর্তে ভারতীয় দলের অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছিল রোহিতের হাতে। উল্লেখ্য ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই ৩৩ বছর বয়সি বিরাট ভারতীয় দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.