Simon Taufel: তিন ভারতীয় মহারথী হতে পারেন আম্পায়ার! নাম জানালেন সাইমন টফেল
টাফল জানিয়েছেন যে ভবিষ্যতে কোন কোন ক্রিকেটার হতে পারেন আম্পায়ার। আর সেই তালিকায় রয়েছেন ভারতের তিন মহারথী-বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag), বিরাট কোহলি (Virat Kohli) ও আর অশ্বিন (Ravichandran Ashwin)।
নিজস্ব প্রতিবেদন: বাইশ গজের অন্যতম কঠিন কাজ আম্পায়ারের। আর এই কাজ টানা ১৩ বছর যিনি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে করেছেন তিনি সাইমন টফেল (Simon Taufel) সর্বকালের অন্য়তম সেরা আম্পায়ারদের একজন এই অজি। ২০০৪-০৮, টানা পাঁচ বছর আইসিসি-র বিচারে বর্ষসেরা আম্পায়ার হয়েছেন টফেল। সম্প্রতি এক ইন্টারভিউতে টাফল জানিয়েছেন যে ভবিষ্যতে কোন কোন ক্রিকেটার হতে পারেন আম্পায়ার। আর সেই তালিকায় রয়েছেন ভারতের তিন মহারথী-বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag), বিরাট কোহলি (Virat Kohli) ও আর অশ্বিন (Ravichandran Ashwin)।
সম্প্রতি এক সাক্ষাৎকারে টফেল বলেন, "এখনও মনে আছে। বেশ কয়েক বছর আগে আমি বীরেন্দ্র শেহওয়াগকে আম্পায়ার হওয়ার জন্য চ্যালেঞ্জ জানিয়ে ছিলাম। ও স্কোয়ার লেগে আমার ঠিক পাশে দাঁড়িয়ে কোনটি আউট আর কোনটি নট আউট নিয়ে কথা বলছিল। পরে আবার ও না বলে। যদিও ও সেটা করতে চায়নি। আম্পায়ার হওার জন্য একটা ব্যক্তিত্বের প্রয়োজন, তার সঙ্গে কাজটা করার ইচ্ছা। আমি মর্নি মর্কেলের সঙ্গে কথা বলেছি। ও আম্পায়ার হতে ইচ্ছুক। কিন্তু আমি আগেও বলেছি যে, এটা সবার কাজ নয়। আমি বীরেন্দ্র শেহওয়াগ, বিরাট কোহলি ও আর অশ্বিনকে আম্পায়ার হিসাবে দেখতে চাইব। ও নিয়ম ও খেলার পরিবেশের ব্যাপারে খুব ভাল জানে।" এবার দেখার ভবিষ্যতে বীরু-কোহলি-অশ্বিনরা আম্পায়ারের ভূমিকায় উত্তীর্ণ হন কি না!
আরও পড়ুন: Laal Singh Chaddha: আইপিএলের হাত ধরে ভারতীয় সিনেমায় ইতিহাস লিখছেন আমির খান