গোপিচাঁদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগে মামলা প্রজাক্তার

ভারতীয় ব্যাডমিন্টনে আলোড়ন। একটা সময় যিনি ভারতীয় ব্যাডমিন্টনের সচিন তেন্ডুলকর হিসাবে পরিচিত ছিলেন সেই পুল্লেলা গোপিচাঁদের বিরুদ্ধে মানসিক পীড়নের অভিযোগ তুললনে এক মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড়। কোচ পুল্লেলা গোপীচাঁদের বিরুদ্ধে মানসিক পীড়নের অভিযোগ এনেছিলেন ব্যাডমিন্টন খেলোয়াড় প্রজাক্তা সাওয়ান্ত । গোপীচাঁদের বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ এনে বম্বে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন প্রজাক্তা।

Updated By: Nov 8, 2012, 10:14 PM IST

ভারতীয় ব্যাডমিন্টনে আলোড়ন। একটা সময় যিনি ভারতীয় ব্যাডমিন্টনের সচিন তেন্ডুলকর হিসাবে পরিচিত ছিলেন সেই পুল্লেলা গোপিচাঁদের বিরুদ্ধে মানসিক পীড়নের অভিযোগ তুললনে এক মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড়। কোচ পুল্লেলা গোপীচাঁদের বিরুদ্ধে মানসিক পীড়নের অভিযোগ এনেছিলেন ব্যাডমিন্টন খেলোয়াড় প্রজাক্তা সাওয়ান্ত । গোপীচাঁদের বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ এনে বম্বে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন প্রজাক্তা। এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে কোচেরই পাশে দাঁড়াচ্ছেন সাইনা নেহওয়াল। কোচ গোপীচাঁদের বিরুদ্ধে এসব মন্তব্য কেন করা হচ্ছে তিনি বুঝতে পারছেন না বলে জানিয়েছেন ভারতের এই অলিম্পিয়ান। গোপীচাঁদের জন্যই তিনি সাফল্য পেয়েছেন বলে জানিয়েছেন সাইনা।

.