সৌরভ গাঙ্গুলিকেই শক্তিশালী প্রতিপক্ষ বললেন প্রাক্তন পাক পেসার

শুধু তাই নয়, তাঁর দেখা সেরা অধিনায়ক সৌরভ ...

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Aug 10, 2020, 08:30 PM IST
সৌরভ গাঙ্গুলিকেই শক্তিশালী প্রতিপক্ষ বললেন প্রাক্তন পাক পেসার
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলিকে বাদ দিয়ে বর্তমান বিসিসিআই সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিজের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ বললেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। শুধু তাই নয়, তাঁর দেখা সেরা অধিনায়ক সৌরভই বলে দিলেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস।

পাকিস্তানের বিরুদ্ধে একটি ম্যাচে শোয়েব আখতারের বাউন্সার ঠিক মতো সামলাতে না পারায় বল গিয়ে লাগে সোজা সৌরভের পাঁজরে। যন্ত্রণায় সেদিন ড্রেসিংরুমে ফিরে গিয়েছিলেন সৌরভ। পরে মাঠে নেমে সেই শোয়েবকে জবাব দিয়েছিলেন তিনি। পাশাপাশি হাফ সেঞ্চুরিও করেছিলেন। সৌরভের এই গুণকে সম্মান করেন শোয়েব আখতার। তাঁর মতে,  বিসিসিআই সভাপতির মতো সাহসী ব্যাটসম্যান তিনি দেখেননি। গোটা বিশ্ব জানে শর্ট বলে কমজোরী ছিল সৌরভের। তাই তো ২২গজে মুখোমুখি হলে সৌরভকে শর্ট বল বেশি করতেন বোলাররা। কিন্তু প্রতি ম্যাচে ওপেন করতে নেমে যে সাহসিকতার পরিচয় তিনি দলের বাকিদের কাছে তুলে ধরতেন সেটা দৃষ্টান্ত বলেই মন্তব্য করেন শোয়ে। তাঁর কথায় লড়াকু প্রতিপক্ষ পছন্দ করেন তিনি। সৌরভ সেই তালিকায় অন্যতম ছিলেন।

শুধুমাত্র শক্তিশালী প্রতিপক্ষ হিসেবেই নয় অন্যতম সেরা অধিনায়কের মর্যাদা সৌরভ গঙ্গোপাধ্যায়কে দিয়েছেন শোয়েব আখতার।

আরও পড়ুন - সংযুক্ত আরব আমিরশাহিতে IPL আয়োজনের সরকারি ছাড়পত্র পেল BCCI

.