সংযুক্ত আরব আমিরশাহিতে IPL আয়োজনের সরকারি ছাড়পত্র পেল BCCI
এদিকে চিনা মোবাইল প্রস্তুতকারি সংস্থা ভিভো IPL-এর টাইটেল স্পনসর থেকে সরে যাওয়ার পর নতুন টাইটেল স্পনসর খুঁজতে শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
নিজস্ব প্রতিবেদন: সংযুক্ত আরব আমিরশাহিতে হবে ২০২০ সালের আইপিএল। যা আগেই ঘোষণা করেছে বিসিসিআই। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের আইপিএল। ফাইনাল হবে ১০ নভেম্বর। তবে করোনা উদ্বেগের মধ্যে আরব আমিরশাহিতে আইপিএল আয়োজনের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে ছাড়পত্র পাওয়া বাকি ছিল বিসিসিআই-এর। অবশেষে সরকারি সেই ছাড়পত্র মিলেছে, বলেই জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল।
আইপিএল চেয়ারম্যান জানান, করোনা ভাইরাসের আবহে আইপিএল সংযুক্ত আরব আমিরশাহিতে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য যে আবেদন কেন্দ্রীয় সরকারকে করা হয়েছিল তা মঞ্জুর হয়েছে।
এদিকে চিনা মোবাইল প্রস্তুতকারি সংস্থা ভিভো IPL-এর টাইটেল স্পনসর থেকে সরে যাওয়ার পর নতুন টাইটেল স্পনসর খুঁজতে শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ১৮ আগাস্টের মধ্যেই আইপিএল-এর নতুন টাইটেল স্পনসরের নামও জানা যাবে বলে জানান ব্রিজেশ প্যাটেল।
আরও পড়ুন - কোনও বোলারকে ভালো বলে ছক্কা মারলেও তালি দেন ধোনি!