Shoaib Akhtar: মাঝপথেই থেমে গেল 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'! কে টানল চেন? কারণ জানালেন শোয়েব

প্রাক্তন স্পিডস্টার তাঁর জোরালো গতির বোলিংয়ের জন্য বাইশ গজের যুদ্ধে বিখ্যাত। তাঁর জীবন নিয়ে ছবি তৈরি হচ্ছে, স্বভাবতই সেটা ঘোষণার পর থেকেই দারুণ চর্চা হচ্ছিল। 

Updated By: Jan 23, 2023, 02:01 PM IST
Shoaib Akhtar: মাঝপথেই থেমে গেল 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'! কে টানল চেন? কারণ জানালেন শোয়েব
বন্ধ হয়ে গেল শোয়েব আখতারের স্বপ্নের প্রজেক্ট 'রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস'।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত বছরের ২৫ জুলাই। শোয়েব আখতারের (Shoaib Akhtar) একটি ঘোষণায় উত্তাল হয়ে গিয়েছিল ক্রিকেট দুনিয়া। তাঁর কেরিয়ারের উত্থান পতন নিয়েই 'রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস' (Rawalpindi Express) নামক বায়োপিক তৈরি হওয়ার কথা ছিল। কিন্তু দিনের আলো দেখল না সেই বায়োপিক। কারণ সেই স্বপ্নের প্রজেক্ট থেকে সরে দাঁড়ালেন খোদ শোয়েব। সোশ্যাল মিডিয়াতে নিজেই জানালেন পাকিস্তানের (Pakistan) প্রাক্তন জোরে বোলার। 

প্রাক্তন স্পিডস্টার তাঁর জোরালো গতির বোলিংয়ের জন্য বাইশ গজের যুদ্ধে বিখ্যাত। তাঁর জীবন নিয়ে ছবি তৈরি হচ্ছে, স্বভাবতই সেটা ঘোষণার পর থেকেই দারুণ চর্চা হচ্ছিল। শোয়েবের জীবনের নানান দিক নিয়ে কৌতূহলের অন্ত নেই। কারণ তিনি বিতর্কিত, আবার একইসঙ্গে তিনি প্রশংসিতও। তবে এহেন শোয়েব আচমকা জানিয়ে দিলেন যে মাঝপথেই থেমে গেল 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'! 

টুইটারে শোয়েব লিখেছেন, 'খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি, গত কয়েক মাস ধরে অনেক ভাবনাচিন্তার পর ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ ছবি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছি। এই ছবির পরিচালকের সঙ্গেও চুক্তি বাতিল করে দেব। নিঃসন্দেহে এটা ড্রিম প্রজেক্ট ছিল। তবে সব ব্যাপার ঠিকঠাক এগোয়নি।' তিনি আরও লিখেছেন, 'দুই তরফের মতপার্থক্য বন্ধুত্বপূর্ণ উপায়ে সমাধান করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু বারবার চুক্তি লঙ্ঘন করা হয়েছে। শেষ পর্যন্ত নিজেকে সরিয়ে নেওয়াই সঠিক বলে মনে হল। এরপরেও যদি আমার বায়োপিক নির্মাণের কাজ চালানো হয়, তাহলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।" 

আরও পড়ুন: Rishabh Pant Health Update: ঋষভের আরোগ্য কামনায় উজ্জয়িনীর মহাকাল মন্দিরে টিম ইন্ডিয়া

আরও পড়ুন: Cristiano Ronaldo: আল নাসেরের হয়ে অভিষেক ম্যাচে কেমন পারফর্ম করলেন 'সিআর সেভেন'?

পাক চিত্র পরিচালক মহম্মদ ফারাজ কাইজার (Muhammad Faraz Qaiser) পরিচালিত এই ছবিতে শোয়েবের চরিত্রে অভিনয় করার কথা ছিল পাক অভিনেতা উমেইর জসওয়ালের (Umair Jaswal)। তিনিও নিজেকে সরিয়ে নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সেই কথা জানিয়েছেন। উমেইর জসওয়াল টুইটারে লিখেছেন, 'ক্রিয়েটিভ ও ব্যক্তিগত কারণে আমি শোয়েব আখতারের বায়োপিক ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ থেকে সরে দাঁড়ালাম। এই প্রজেক্টের সঙ্গে আমি আর কোনওভাবেই যুক্ত নই। সবাইকে আগামির শুভেচ্ছা।' 

শোয়েব এই বন্ধ হয়ে যাওয়া বায়োপিকের ঝলক গত বছর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন। সেই পোস্ট এখন মুছে দিয়েছেন। তবে সেই সময় তিনি লিখেছিলেন, 'অসাধারণ এক যাত্রার শুভারম্ভ হচ্ছে। আমার বায়োপিকের ঘোষণা করে দিলাম। যেখানে আমার গল্প, আমার জীবন ফুটে উঠবে। সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে ছুটে যাওয়াই 'রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস'। আপনারা এমন এক রাইড নিতে চলেছেন, যা আগে কখনও নেননি। পাকিস্তানি স্পোর্টসপার্সনের ওপর এই প্রথম কোনও সিনেমা তৈরি হওয়ার কথা ছিল। সেই টুইটের সঙ্গেই তিনি জুড়ে দিয়েছিলেন "কন্ট্রোভার্সিয়ালি ইওরস (Controversially Yours)!" বুঝিয়ে দিয়েছিলেন যে বিতর্কিত হতে চলেছে তাঁর বায়োপিক। কারণ "কন্ট্রোভার্সিয়ালি ইওরস" ছিল তাঁর আত্মজীবনীরও নাম। ২০২৩ সালের ১৬ নভেম্বর শোয়েবের বায়োপিক মুক্তি পাওয়ার কথা ছিল। তবে অজানা কারণেই থেমে গেল 'রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস'।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.