IPL 2021: করোনাক্রান্ত কাকিমার মৃত্যুশোকেও Shahrukh র মহানুভবতার কথা ভুললেন না KKR ক্রিকেটার
অনেক চেষ্টা করেও বাঁচানো যায়নি শেলডনের কাকিমাকে।
নিজস্ব প্রতিনিধি: কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে আইপিএল (IPL 2021) খেলছিলেন তিনি। বায়ো বাবল ছেড়ে বেরিয়ে এসে মৃত্যু পথযাত্রী কাকিমাকে দেখতে যেতে পারেননি শেলডন জ্যাকসন (Sheldon Jackson)। পুদুচেরির উইকেটকিপার-ব্যাটসম্যানের কাছের মানুষের জন্য এই করোনা কালেও আইসিইউ-তে বেডের ব্যবস্থা করে দেন বিসিসিআই সচিব জয় শাহ।অনেক চেষ্টা করেও বাঁচানো যায়নি শেলডনের কাকিমাকে। করোনাত্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। টুইট করে ৩৪ বছরের ক্রিকেটার নিজেই এই বার্তা দিয়েছেন। তার সঙ্গে শেলডন জানিয়ে দিলেন যে কেন তিনি কেকেআরের হয়েই খেলতে চান।
I have lost my aunt this evening. She was the happiest when i got picked by kkr this season, and so i will continue with the team
I thank everyone who offered us help in the darkest hour, in every possible way, to try and save her. May God be with everyone, may she rest in peace(@ShelJackson27) May 3, 2021
Thank you so much @iamsrk , @VenkyMysore and jay mehta sir , for comforting us and giving us the confidence that as owners and as a franchise you have our backs, makes me so happy to be a part of such a team
(@ShelJackson27) May 3, 2021
Very greatfull to you sir @JayShah for your assurance to take care of my aunties medical needs i also Thank all my senior cricketers and journalists who helped me in spreading the word so fast @harbhajan_singh @anilkumble1074 @virendersehwag @vikramsathaye @vikrantgupta73 pic.twitter.com/dmdCRTGFvW
(@ShelJackson27) April 30, 2021
আরও পড়ুন: COVID-19: তাঁর ভালবাসার দেশ আজ কষ্ট পাচ্ছে! ব্যথিত হৃদয়ে আবেগি টুইট করলেন Pietersen
শেলডন গত সোমবার টুইটারে লিখলেন, "আজ সন্ধ্যায় কাকিমাকে হারালাম। আমাকে যখন এই মরসুমে কেকেআর দলে নেয়, তখন সবচেয়ে খুশি হয়েছিল কাকিমা। তাই আমি এই দলের হয়েই খেলা চালিয়ে যাব। এই অন্ধকার সময়ে যাঁরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাঁদের সকলকে আমার ধন্যবাদ। সবরকম ভাবে চেষ্টা করেছেন কাকিমাকে বাঁচানোর। ভগবান সকলের সঙ্গে থাকুক। কাকিমার আত্মা শান্তি কামনা করি।" শেলডন অন্য একটি টুইটে দলের মালিক শাহরুখ খান, কেকেআরের মেনেজিং ডিরেক্টর ভেঙ্কি মাইসোর ও সহ মালিক জয় মেহতাকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন,"দলের মালিকরা যেভাবে পাশে দাঁড়িয়ে আত্মবিশ্বাস জুগিয়ে স্বাচ্ছন্দ্য দিয়েছে, তা ভাবা যায় না। ফ্র্যাঞ্চাইজির সমর্থন প্রশ্নাতীত। এরকম একটা দলের সদস্য হওয়া গর্বের।" শেলডনই টুইটে জানিয়ে ছিলেন যে, তাঁর কাকিমার জন্য হাসপাতালে বেডের ব্যবস্থা করে দিয়েছিলেন জয় শাহ।