Football: বেঞ্জেমা থেকে বেলিংহ্যাম! এখন ফুটবলারদের কেশবিন্যাস তাঁর হাতেই, কে এই হেয়ারড্রেসার?

Sheldon Edwards is the barber behind the clippers from Karim Benzema to Jude Bellingham: করিম বেঞ্জেমা থেকে জুড বেলিংহ্যাম। ভিনি জুনিয়ার থেকে ফিল ফোডেন। শেষ হবে না তালিকা। এখন ফুটবলারদের পছন্দের এক নম্বর হেয়ারড্রেসার হয়ে গিয়েছেন শেলডন এডওয়ার্ডস।

Updated By: Apr 12, 2023, 05:00 PM IST
 Football: বেঞ্জেমা থেকে বেলিংহ্যাম! এখন ফুটবলারদের কেশবিন্যাস তাঁর হাতেই, কে এই হেয়ারড্রেসার?
ছবিতে বেঞ্জেমা-বেলিংহ্যামের মাঝে শেলডন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যদি প্রশ্ন করা হয় যে, ২০২১ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ( Champions League Final 2021) কোন দল বাজিমাত করেছিল? ফুটবল ফ্যানরা একবাক্যে বলবেন চেলসি (Chelsea)। প্রথমার্ধে কাই হাভার্টজের (Kai Havertz) একমাত্র গোলেই চেলসি ১-০ হারিয়েছিল ম্যাঞ্চেস্টার সিটিকে (Manchester City vs Chelsea )। এবার যদি প্রশ্ন করা হয় যে, ম্যাচের আগে ভীষণ ব্যস্ততার মধ্যে কারা কাটিয়ে ছিলেন? খুব স্বাভাবিক ভাবেই দুই দলের খেলোয়াড়, সাপোর্ট স্টাফ ও আয়োজকদের কথাই বলবেন। তবে আরও একজনের নাম করতে হবে। তিনি শেলডন এডওয়ার্ডস (Sheldon Edwards)। যার সঙ্গে ফুটবলের কোনও সম্পর্ক নেই ঠিকই। তবে ফুটবলারদের কাছে তিনি হয়ে উঠেছেন আত্মীয়ের মতো। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে, ম্যান সিটি ও চেলসি মিলিয়ে মোট ১৬ জন ফুটবলার ছুটেছিলেন শেলডনের কাছে। সকলেই চেয়েছিলেন ফাইনালের আগে বিশেষ হেয়ারস্টাইল। কারণ এই মুহূর্ত তিনিই ফুটবলারদের পছন্দের এক নম্বর কেশবিন্যাস কারিগর। ১৯৯৮ সালে শেলডন তাঁর জন্মভূমি জামাইকা ছেড়ে চলে আসেন ব্রিটেনে। বিগত বেশ কিছু বছর তাঁর চাহিদা আকাশচুম্বী।

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

আরও পড়ুন: Erling Haaland: হাল্যান্ডের গাড়ির কালেকশন চমকে দেবে, রোলস-রয়েস থেকে রেঞ্জ রোভার, কী নেই তাঁর!

একবার শেলডনের ক্লায়েন্টের তালিকাটা শুনে নিন। কারা কারা আসেন শেলডনের কাছে চুল কাটাতে? তালিকাটা শোনার পর মনে হবে ফুটবলার না হয়েও ফুটবলেই তিনি বুক চিতিয়ে দাপাচ্ছেন। লন্ডনের ১০৩ এ ল্যাভেন্ডার হিলে রয়েছে শেলডনের সেলুন এইচডি কাটজ। এখানেই চলে আসেন করিম বেঞ্জেমা, ভিনিসাস জুনিয়র, জুড বেলিংহ্যাম, রহিম স্টারলিং, অ্যান্টোনিও রুডিগার, রিয়াদ মাহরেজ ও ফিল ফোডেন। সেলেব হেয়ারড্রেসারের হাই-প্রোফাইল ক্লায়েন্টের তালিকায় রয়েছেন প্রাক্তন জার্মান কোচ রাল্‌ফ রাংনিকও। সম্প্রতি আর্লিং হাল্যান্ডও এসেছেন শেলডনের দরবারে। হাল্যান্ড বদলে ফেলেছেন হেয়ারস্টাইল। তাঁর চুলে এখন প্লেটেড হেয়ার। যে হেয়ারস্টাইলের জন্য হাল্যান্ডের খরচ হয়েছে ১০০ পাউন্ড। ভারতীয় মুদ্রায় প্রায় ১০ হাজার টাকা। শেলডন সারা ইউরোপ ঘুরে বেড়ান চুল কাটার জন্য। ফেড, কার্ল, ট্যাপার্স লুকেই তিনি বদলে দেন ফুটবলারদের। ইংল্যান্ড ফুটবলারদের পছন্দের নাপিত শেলডনই। হাজির ছিলেন কাতার বিশ্বকাপেও। শেলডন তাঁর পরিবারের তৃতীয় প্রজন্মের নাপিত। চুল কাটা শিখেছিলেন ঠাকুরদার থেকেই। বিদেশি ফুটবলাররা চুলের ব্যাপারে অত্যন্ত খুঁতখুঁতে। প্রায়শই বদলে ফেলেন হেয়ারস্টাইল। কারণ কেশবিন্যাস হয়ে উঠেছে তাঁদের স্টাইল স্টেটমেন্ট।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.