IND vs PAK, ICC ODI World Cup 2023: আহমেদাবাদেই ফাইনাল, ভারত বনাম পাকিস্তান 'মাদার অফ অল ব্যাটল'-এর দৌড়ে এগিয়ে ইডেন!

এই নিয়ে ভারতের মাটিতে তৃতীয় বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে। তবে বিগত ১৯৯৬ সালের পর ২০১১ সালে ভারত যুগ্মভাবে বিশ্বকাপের আয়োজন করেছিল। কিন্তু এইবার প্রথম এককভাবে ভারতেই বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে। শেষবার ২০১১ সালের বিশ্বকাপের সেমি ফাইনাল পঞ্জাবের মোহালী স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। 

Reported By: সব্যসাচী বাগচী | Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Apr 12, 2023, 02:54 PM IST
IND vs PAK, ICC ODI World Cup 2023: আহমেদাবাদেই ফাইনাল, ভারত বনাম পাকিস্তান 'মাদার অফ অল ব্যাটল'-এর দৌড়ে এগিয়ে ইডেন!
ইডেনে এভাবে মুখোমুখি হবেন রোহিত শর্মা ও বাবর আজম? ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসে দেশের মাটিতে আয়োজিত হতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)। ভারতীয় দল (Team India) এশিয়া কাপ (Asia Cup 2023) খেলতে পাকিস্তানে (Pakistan) যেতে রাজি নয়। তাই শোনা যাচ্ছিল বাবর আজমরাও (Babar Azam) নাকি ভারতের মাটিতে আসতে রাজি নয়। শোনা যাচ্ছিল বাংলাদেশ বা শ্রীলঙ্কার মতো নিরপেক্ষ দেশে নিজেদের বিশ্বকাপের ম্যাচ খেলতে পারে পাক দল। যদিও আইসিসি (ICC) থেকে পাওয়া নতুন আপডেট অনুসারে তেমন কিছু হওয়ার সম্ভাবনা নেই। এদিকে সূত্র মারফত জানা গিয়েছে, বাবর আজমের (Babar Azam) পাক বাহিনী ভারতের মাটিতে পা রাখার আগেই নাকি পছন্দের ভেন্যুর কথা আইসিসি-কে জানিয়ে দিয়েছে। বিসিসিআই (BCCI) সূত্রের দাবি, পাক দলের তিনটি পছন্দের শহর হল কলকাতা (Kolkata), চেন্নাই (Chennai) ও হিমাচল প্রদেশ (Himachal Pradesh)। সেই ব্যাপারটা নাকি আইসিসি-র কর্তাদের কানেও দিয়ে রেখেছে নাজম শেঠির (Najam Sethi) পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। 

আর এই জল্পনার মধ্যেই একটা সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে। বিশ্বকাপের মঞ্চে বাইশ গজের যুদ্ধে এর আগে একবারই ইডেন গার্ডেন্সে (Eden Gardens)'মাদার অফ অল ব্যাটল' দেখা গিয়েছিল। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। চেন্নাইয়ের চিপকেও (Chepauk Stadium) পাক দলের সোনালি ইতিহাস রয়েছে। ১৯৯৯ সালে সেই মাঠে রুদ্ধশ্বাস টেস্টে ভারতকে ১২ রানে হারিয়ে দিয়েছিল পাকিস্তান। এমনকি দুই প্রতিবেশী দেশের ব্যাট-বলের লড়াইয়ে কিন্তু ধর্মশালা স্টেডিয়ামকেও (Dharamshala Cricket Stadium) একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

ভারতে বিশ্বকাপ খেলতে হলে আয়োজক শহরের মধ্যে কলকাতা, চেন্নাই ও হিমাচল প্রদেশ- এই তিন শহর নাকি পাক দলের পছন্দের তালিকায় রয়েছে। এবার কলকাতায় মহম্মদ রিজওয়ান-শাহিন শাহ আফ্রিদিরা খেললে, ভারত-পাক লড়াই ইডেনের বাইশ গজে দেখা যেতেই পারে। এছাড়া শোনা যাচ্ছে বিশ্বকাপের একটি সেমিফাইনাল ইডেনে আয়োজনের সম্ভাবনা প্রবল। সবকিছু ঠিকঠাক থাকলে বিশ্বকাপের আরও পাঁচ-ছ'টি ম্যাচ কলকাতায় আয়োজিত হতে পারে।  

আরও পড়ুন: Shikhar Dhawan: আয়েশার পর্ব অতীত, 'গব্বর'-এর নতুন প্রেম নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া, দেখুন চমকে যাওয়া ভাইরাল ভিডিয়ো

আরও পড়ুন: Liton Das On Rinku Singh: বাইশ গজের যুদ্ধে নামার আগে রিঙ্কু পাঁচ ছক্কায় মজে লিটন, দেখুন ভিডিয়ো

সরকারি ঘোষণা না হলেও, শোনা যাচ্ছে আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে পারে ৫০ ওভারের বিশ্বকাপ। ফাইনাল-সহ মোট ৪৬টি ম্যাচ আয়োজিত হবে ভারতের ১২টি শহরের স্টেডিয়ামে। বিশ্বকাপে লিগ পর্যায়ের ম্যাচগুলো পছন্দের ভেন্যুতে আয়োজনের জন্য পিসিবি কর্তারা আইসিসিকে নিজেদের মতামত জানিয়েছে। আইসিসি-র সূত্র মারফত জানা গিয়েছে, বিশ্বকাপে নিজেদের অধিকাংশ ম্যাচ কলকাতা ও চেন্নাইয়ে খেলতে চায় পাকিস্তান। ২০১৬-তে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাক দল কলকাতায় খেলেছিল। সেখানকার নিরাপত্তা ব্যবস্থা ও আতিথেয়তায় বেশ সন্তুষ্ট ছিলেন পাক ক্রিকেটাররা। অন্যদিকে, চেন্নাইয়ে অতীতে স্মরণীয় জয়ের স্মৃতি রয়েছে পাকিস্তানের। তবে বাবরদের ‘ইচ্ছাপূরণ’ হবে কি না, সেই বিষয়টি নির্ভর করছে বিসিসিআই ও ভারত সরকারের সিদ্ধান্তের উপর।

বিশ্বকাপে রাউন্ড রবিন ফরম্যাটে প্রতিটি দল ন’টি করে লিগ পর্যায়ের ম্যাচ খেলবে। ফলে ভারত-পাকিস্তান ম্যাচ কোথায় হবে, সেটাও চর্চার বিষয়। বিশ্বকাপের এই হাইভোল্টেজ ম্যাচ আহমেদাবাদের মোতেরায় হোক, এমনটাই চাইছে আইসিসি। ১,৩২,০০০ দর্শকাসনবিশিষ্ট নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-পাক ম্যাচ হলে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে, সেটাই মনে করছেন আইসিসি কর্তারা। কিন্তু বিশ্বকাপের ফাইনাল আয়োজিত হবে মোতেরায়। তাই ভারত-পাক ম্যাচ মোতেরার পরিবর্তে অন্য কোনও ভেন্যুতে আয়োজনের সম্ভাবনাই প্রবল। পাকিস্তানের পছন্দকে প্রাধান্য দিলে বিশ্বকাপে ভারত-পাক লড়াই দেখা যেতে পারে ইডেন কিংবা চিপকে। তবে এই দৌড়ে ধর্মশালা স্টেডিয়ামও রয়েছে। এখন শেষ পর্যন্ত ক্রিকেটের নন্দন কাননের কপালে 'মাদার অফ অল ব্যাটল' আয়োজন করার শিকে ছেঁড়ে কিনা সেটাই দেখার। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.