দায়িত্ব শেষের আগেই সরে দাঁড়ালেন আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর

৬২ বছর বয়সী আইনজীবী ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত বিসিসিআই প্রেসিডেন্ট ছিলেন।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jul 1, 2020, 07:38 PM IST
দায়িত্ব শেষের আগেই সরে দাঁড়ালেন আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন:  ৩০ জুনের পর আর একদিনও নয়। দায়িত্ব শেষ হওয়ার আগেই সরে দাঁড়ালেন আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। বুধবারই আইসিসি-তে তাঁর শেষ দিন বলে জানিয়ে দিলেন তিনি। আইসিসি-র বোর্ড মিটিংয়ে শশাঙ্ক মনোহরের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। যতদিন না কেউ নতুন চেয়ারম্যান হচ্ছেন ততদিন ডেপুটি চেয়ারম্যান ইমরান খোয়াজা অন্তর্বর্তীকালীন দায়িত্ব সামলাবেন।

তিনি মনে করলে আরও দু বছরের জন্য আইসিসি চেয়ারম্যানের পদে থাকতে পারতেন। ৬২ বছর বয়সী আইনজীবী ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত বিসিসিআই প্রেসিডেন্ট ছিলেন। তবে শশাঙ্ক মনোহন পদত্যাগ করায় এবার পরের সপ্তাহেই আইসিসি-র বোর্ড মিটিংয়েই চেয়ারম্যান পদের নির্বাচন প্রক্রিয়ায় সম্মতি পাওয়া যাবে।

আইসিসি চিফ এক্সিকিউটিভ মানু সহায়  আইসিসি চেয়ারম্যান হিসেবে তাঁর দায়িত্ব পালনের জন্য শশাঙ্ক মনোহনকে ধন্যবাদজ্ঞাপন করেছেন।  

 

আরও পড়ুন - ২০১১ বিশ্বকাপ ফাইনাল তদন্তে এবার সাঙ্গাকারাকে তলব!

 

.