নতুন ফিজিও-র জাদু চিকিত্‍সায় শারাপোভা আবার `ফিটাপোভা`

একেই বলে বোধহয় জাদু। যে টেনিস খেলোয়াড় ক মাসে আগেও ঠিকমত হাত তুলতে পারতেন না, সেই খেলোয়াড় এখন জাদু চিকিত্‍সায় একেবারে ফিট। শুধু ফিট নয়, একেবারে তড়িত্‍ গতিতে সার্ভ আছড়ে পড়ছে বিপক্ষের কোর্টে। কথা হচ্ছে মারিয়া শারাপোভাকে নিয়ে। যিনি ক মাস আগে চোট নিয়ে মন খারাপ করে শুধু রেস্টুরেন্টে বসে থাকতেন। কিন্তু নতুন ফিজিও জিরোমি বিনাচিকে নিয়োগ করে বদলে গেলেন শারাপোভা।

Updated By: Dec 23, 2013, 10:50 PM IST

----------------------------------------------------------------------------
একেই বলে বোধহয় জাদু। যে টেনিস খেলোয়াড় ক মাসে আগেও ঠিকমত হাত তুলতে পারতেন না, সেই খেলোয়াড় এখন জাদু চিকিত্‍সায় একেবারে ফিট। শুধু ফিট নয়, একেবারে তড়িত্‍ গতিতে সার্ভ আছড়ে পড়ছে বিপক্ষের কোর্টে। কথা হচ্ছে মারিয়া শারাপোভাকে নিয়ে। যিনি ক মাস আগে চোট নিয়ে মন খারাপ করে শুধু রেস্টুরেন্টে বসে থাকতেন। কিন্তু নতুন ফিজিও জিরোমি বিনাচিকে নিয়োগ করে বদলে গেলেন শারাপোভা।

তাঁর দুরন্ত ফিটনেসের কথা মাথায় রেখে এক সংস্থা বাজার আনার কথা ভাবছে ফিটাপোভা নামে এক ওষুধ। অনেকটা সেইরকমই ফিটাপোভা হয়ে উঠলেন শারাপোভা।

নতুন ফিজিও জিরোমি সারাদিন পরে থাকতেন শারাপোভাকে ফিট করতে। ওযুধ নয় কড়া ব্যায়াম নয় জিরোমি প্রয়োগ করলেন নতুন সব চিকিত্‍সা পদ্ধতি। যেখানে জোর দেওয়া হল সফট ম্যাসেজের ওপর (ছবিতে)।

এছাড়াও চলল বিভিন্ন দেশের প্রাচীন সব চিকিত্‍সা পদ্ধতি। ফল, ফিট হয়ে শারাপোভা নতুন মরসুমে সেরেনা উইলিয়ামসকে চ্যালেঞ্জ জানাতে নামবেন। আগামী বছরের গোড়ায় অস্ট্রেলিয়ান ওপেন জয়ের বড় দাবিদারও ধরা হচ্ছে তাঁকে। অথচ কে বলব‌ে, এই শারাপোভাই মরসুমের দুটো মাস র‌্যাকেটই ধরতে পারেননি।

(ছবি-নিউইয়র্ক টাইমের সৌজন্যে)

Tags:
.