ক্রিকেটার-অভিনেতার প্রাক্তন স্ত্রীর মৃতদেহ উদ্ধার

ক্রিকেটার থেকে অভিনেতা বনে যাওয়া সলিল আঙ্কোলার স্ত্রী-র মৃতদেহ উদ্ধার হল পুণের ফ্ল্যাট থেকে। দেশের জার্সিতে টেস্ট ম্যাচ খেলা সলিল আঙ্কোলার প্রাক্তন স্ত্রী পরিণীতির মৃতদেহ উদ্ধার হয় সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায়। ২০১১ সালে সলিলের সঙ্গে ডিভোর্স হয়ে যায় পরিণীতির। সলিল-পরিণীতির এক ছেলে ও এক মেয়ে আছে। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি।

Updated By: Dec 23, 2013, 09:14 PM IST

ক্রিকেটার থেকে অভিনেতা বনে যাওয়া সলিল আঙ্কোলার স্ত্রী-র মৃতদেহ উদ্ধার হল পুণের ফ্ল্যাট থেকে। দেশের জার্সিতে টেস্ট ম্যাচ খেলা সলিল আঙ্কোলার প্রাক্তন স্ত্রী পরিণীতির মৃতদেহ উদ্ধার হয় সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায়। ২০১১ সালে সলিলের সঙ্গে ডিভোর্স হয়ে যায় পরিণীতির। সলিল-পরিণীতির এক ছেলে ও এক মেয়ে আছে। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি।

ঘটনার তদন্তে নেমে পুলিস এখনও নিশ্চিত নয় সলিলের প্রাক্তন স্ত্রীকে খুন নাকি করা হয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন। পরিণীতির মা বলছেন, তাঁর মেয়ে কিছুতেই আত্মহত্যা করতে পারেন না।

Tags:
.