যুক্তরাষ্ট্র ওপেনে শারাপোভা হবেন সুগারপোভা
শারাপোভা মানেই এক্সপেরিমেন্ট। পোশাক, জুতো, লুক সবকিছু নিয়েই এক্সপেরিমেন্ট চলতেই থাকে। এবারে সেইসব থেকে বেরিয়ে নিজের নাম নিয়েই এক্সপেরিমেন্ট করতে চলেছেন মারিয়া। আগামী ইউ এস ওপেনের জন্য নিজের নাম বদলে তিনি হতে চান সুগারপোভা। তবে এই বদল শুধুই স্টাইল স্টেটমেন্ট নয়, নিজের ক্যান্ডি ব্র্যান্ডের প্রচারের উদ্দেশ্যেই এই নাম বদলের ভাবনা।
শারাপোভা মানেই এক্সপেরিমেন্ট। পোশাক, জুতো, লুক সবকিছু নিয়েই এক্সপেরিমেন্ট চলতেই থাকে। এবারে সেইসব থেকে বেরিয়ে নিজের নাম নিয়েই এক্সপেরিমেন্ট করতে চলেছেন মারিয়া। আগামী ইউ এস ওপেনের জন্য নিজের নাম বদলে তিনি হতে চান সুগারপোভা। তবে এই বদল শুধুই স্টাইল স্টেটমেন্ট নয়, নিজের ক্যান্ডি ব্র্যান্ডের প্রচারের উদ্দেশ্যেই এই নাম বদলের ভাবনা।
ফ্লোরিডার সুপ্রিম কোর্টের কাছে এরমধ্যেই নাম বদলের জন্য আবেদন করেছেন মাশা। ইউএস ওপেনের দু`সপ্তাহ সুগারপোভা নামে আর্থার অ্যাশ স্টেডিয়ামে উপস্থিত থাকতে চান তিনি। শুধু সুপ্রিম কোর্টের আইনি সম্মতি মিললেই চলবে না। চাই ইউ এস কর্তৃপক্ষের সবুজ সঙ্কেতও।
২০১২ সালে নিজের ক্যান্ডি ব্র্যান্ড সুগারপোভা বাজারে নিয়ে আসেন মাশা। গোলাপি ঠোঁটের প্রতীকে পাওয়া যায় বিভিন্ন ফ্লেভারের ক্যান্ডি। তবে তার মধ্যে সবথেকে জনপ্রিয়া `ফ্লার্টি` আর `স্মিটেন`।