Shane Warne Passes Away: প্রয়াত ওয়ার্নিকে নিয়ে বিরুপ মন্তব্য, চাপের মুখে ক্ষমা চাইলেন Sunil Gavaskar
নিজের ভুল বুঝতে পেরে, চাপের মুখে ক্ষমা চাইলেন সুনীল গাভাসকর।
নিজস্ব প্রতিবেদন: বরাবর আঁটোসাঁটো ডিফেন্স ও শট বাছাইয়ের জন্য তিনি বিখ্যাত। কিন্তু এ বার এহেন সুনীল গাভাসকরের টাইমিং ভুল হয়ে গেল। তবে সেই ভুল শুধরে ক্ষমা চেয়ে নিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
শেন ওয়ার্ন চিরবিদায় জানানোর পর স্বভাবতই প্রশ্ন উঠেছিল, কোন স্পিনার সেরা? সানি কোনও রাকডাক না করে মুথাইয়া মুরালিধরনকে এগিয়ে রেখেছিলেন। অবশ্য পুরো ব্যাপারটা বেশ বুঝিয়ে বলেছিলেন সানি। যদিও স্পিন লেজেন্ডের চলে যাওয়ার পর সানির এমন বক্তব্য মেনে নিতে নারাজ নেটিজেনরা। গোটা ক্রিকেট দুনিয়ায় যখন শোকের ছায়া নেমেছে, তখন সিনিয়র গাভাসকরের এমন বক্তব্য অনেকেই মেনে নিতে পারেনি। তবে এ বার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ক্ষমা চেয়ে নিলেন তিনি।
সোমবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে সানি বলেছেন, "গত সপ্তাহ ক্রিকেটের জন্য খুব বেদনাদায়ক ছিল। আমরা খেলার সবচেয়ে আইকনিক দুই ক্রিকেটারকে হারিয়েছি। রড মার্শ ও শেন ওয়ার্ন। একজন অ্যাঙ্কর আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে ওয়ার্ন সর্বকালের সেরা স্পিনার কিনা? আমি আমার সৎ ও ব্যক্তিগত মতামত দিয়েছিলাম।" তিনি ফের বলেন, "শেষ পর্যন্ত এটাই বলতে পারি যে, সেই সময় এই প্রশ্নটা করা উচিত ছিল না বা আমার উত্তর দেওয়াটাও উচিত হয়নি। কারণ সেই মুহূর্তটা কোনও তুলনা বা সমালোচনা করার মতো ছিল না। খেলার মান বৃদ্ধি করা ক্রিকেটারদের মধ্যে একজন ছিলেন ওয়ার্ন। রড মার্শ সেই উইকেটকিপারের মধ্যে একজন যাকে এই খেলা সেরার মর্যাদা দিয়েছে। ওঁর আত্মার শান্তি কামনা করি।"
গত শুক্রবার মাত্র ৫২ বছর বয়সে সবাইকে চমকে দিয়ে ঘুমের দেশে চলে যান স্পিন লেজেন্ড। স্বভাবতই ওয়ার্নের মৃত্যু ক্রিকেট দুনিয়ায় শোকের ছায়া নিয়ে এসেছে। সেই দিন ওয়ার্নের মৃত্যুর বিষয়ে কথা বলতে গিয়ে, গাভাসকর বিতর্কে জড়িয়েছিলেন। তিনি ওয়ার্নকে সর্বকালের সেরা স্পিনার বলে মানতে অস্বীকার করেছিলেন। সেটা বলতে গিয়ে তিনি ভারতের মাটিতে ওয়ার্নের রেকর্ডকে তুলে ধরেছিলেন।
গাভাসকর বলেছিলেন, "ভারতের বিপক্ষে শেন ওয়ার্নের রেকর্ড দেখুন। সেটা খুব বেশ সাধারণ ছিল। ভারতে বিরুদ্ধে নাগপুরে মাত্র একবার পাঁচটি উইকেট পেয়েছিল। ভারতীয় ব্যাটারদের বিরুদ্ধে খুব বেশি সাফল্য পাননি। কারণ সেই সময় ভারতীয় খেলোয়াড়রা খুব ভালো স্পিন খেলত। তাই আমার মতে ওয়ার্ন সর্বকালের সেরা নয়। বরং ভারতের বিরুদ্ধে মুথাইয়া মুরলিধরনের সাফল্য অনেক বেশি। তাই ওয়ার্নের আগে আমার নজরে মুরলি রয়েছে।"
সানির এমন বিতর্কিত মন্তব্যের পরেই সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে ওঠে। তাই শেষ পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হলেন এই প্রবাদপ্রতিম।
আরও পড়ুন: Shane Warne Passes Away: প্রাক্তন প্রেমিক ওয়ার্নির প্রয়াণে শোকাহত Elizabeth Hurley