Shane Warne 1st Death Anniversary: 'Bowling Shane...' দুনিয়াকে কাঁদিয়ে দেওয়া ‘শতাব্দীর সেরা ডেলিভারি’র শিল্পীর প্রয়াণের এক বছর
Shane Warne 1st Death Anniversary: ১৯৯২ সালে ভারতের বিরুদ্ধেই টেস্টে অভিষেক হয়েছিল ওয়ার্নের। পরের বছর সুযোগ পান অস্ট্রেলিয়ার একদিনের দলে। তার পর থেকে দীর্ঘ সময় ধরে চলে লেগ স্পিনের জাদু।
সব্যসাচী বাগচী
'Bowling Shane...' দুই শব্দের এই তারিফ উইকেটের পিছন থেকে স্টাম্প মাইক দিয়ে ভেসে আসত। ইয়ান হিলি (Ian Healy) থেকে অ্যাডাম গিলক্রিস্ট (Adam Gilchrist) টার্ন হওয়া বল গ্লাভসে নিয়েই উল্লাসের সঙ্গে বলে উঠতেন, 'Bowling Shane...'। এখনও ওঁর সতীর্থরা নিজেদের ঘরোয়া আড্ডায় বিয়ারের বোতল হাতে বলে ওঠেন 'Bowling Shane...'। আসলে এমনই তাঁর আবেদন। শরীর থেকে প্রাণ বেরিয়ে গেলেও, শেন ওয়ার্ন (Shane Warne) সবার মনে রয়ে গিয়েছেন। এবং যতদিন ক্রিকেট বাঁচবে, যতদিন লেগ স্পিনারদের নিয়ে আলোচনা হবে, ততদিন সবাই ‘শতাব্দীর সেরা ডেলিভারি’র শিল্পীকে নিয়ে কথা বলবেই। কারণ শেন ওয়ার্ন ও বাইশ গজের লড়াই যে সমর্থক।
দেখতে দেখতে একটা বছর কেটে গেল। গত বছর এই অভিশপ্ত দিনেই যে মন খারাপ করে দেওয়া খবরটা পেয়েছিল তাতাম দুনিয়া। থাইল্যান্ডের কো সামুই দ্বীপে বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন ৫২ বছরের 'জাদুকর'। সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে চিরঘুমে চলে যায় সবার প্রিয় ওয়ার্নি।
অস্ট্রেলিয়ার লোকজন দাবি করেন, প্রয়াত ওয়ার্ন নাকি ক্রিকেট ছাড়া আর কিছু ভাবতেই পারতেন না। এমনকি খেলা ছেড়ে দেওয়ার পরেই এই খেলার প্রতি প্যাশন রয়েই গিয়েছিল। আর তাই হয়তো তাঁর মৃত্যুর সঙ্গেও জড়িয়ে রয়েছে ক্রিকেট। কাকতালীয় ব্যাপার বললেও কম বলা হবে। একদিকে তাঁর চলে যাওয়ার এক বছর পূর্ণ হল, অন্যদিকে ওয়ার্নের প্রিয় অস্ট্রেলিয়া কামব্যাক করল চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে।
তিনি যখন ক্রিকেট থেকে অবসর নেন, তখন তাঁর নামের পাশে টেস্টে ৭০৮ উইকেট। যা তখনও পর্যন্ত সর্বোচ্চ। কিন্তু শুধুমাত্র ৭০৮ উইকেট বা তাঁর একের পর এক বিষাক্ত লেগ স্পিনে বিপক্ষ ব্যাটারদের আউট হওয়া দিয়ে হয়তো ধরা যাবে না শেন ওয়ার্নকে। বিশ্ব ক্রিকেটের অন্যতম বর্ণময় চরিত্র তিনি। রেকর্ডের খ্যাতির পাশে সেখানে সমান ভাবে উজ্জ্বল যৌন কেলেঙ্কারি! বুক চিতিয়ে, হাসি মুখে যৌন জীবনযাপনে জড়িয়েছেন। এমন হইচই পছন্দ করা লোকটা এভাবে থমকে যাবেন! এখনও অনেকেই বিশ্বাস করতে পারেন না।
১৯৯২ সালে ভারতের বিরুদ্ধেই টেস্টে অভিষেক হয়েছিল ওয়ার্নের। পরের বছর সুযোগ পান অস্ট্রেলিয়ার একদিনের দলে। তার পর থেকে দীর্ঘ সময় ধরে চলে লেগ স্পিনের জাদু। কব্জির মোচড়ে লেগ স্টাম্পের বাইরের দিকের রাফ (বোলারের জুতোর চাপে পিচের খুঁড়ে যাওয়া অংশ) ব্যবহার করে তাবড় তাবড় ব্যাটারদের ভেল্কি দেখিয়েছেন। কখনও বল পায়ের পিছন দিক দিয়ে গিয়ে স্টাম্পে লেগেছে। কখনও আবার ব্যাটারের সামনে দিয়েই অফ স্টাম্প উড়ে গিয়েছে।
কেরিয়ারে ১৪৫ টেস্ট খেলে মোট ৭০৮ উইকেট নিয়েছেন ওয়ার্ন। সেরা ৭১ রান দিয়ে ৮ উইকেট। এক ইনিংসে ৩৭ বার ৫ উইকেট বা তার বেশি নিয়েছেন। একদিনের ক্রিকেটে ১৯৪ ম্যাচ খেলে ২৯৩ উইকেট গিয়েছে ওয়ার্নের ঝুলিতে। শুধু বল নয়, ব্যাট হাতেও সমান উপযোগী ছিলেন তিনি। টেস্টে ৩১৫৪ ও এক দিনের ম্যাচে ১০১৮ রান তারই সাক্ষী। ১৯৯৩ সালের অ্যাশেজে ইংল্যান্ডের মাইক গ্যাটিংকে করা ওয়ার্নের বলকে ‘শতাব্দীর সেরা বল’ বলা হয়ে থাকে। শ্রীলঙ্কার অফ স্পিনার মুথাইয়া মুরলীধরন ও ভারতের লেগ স্পিনার অনিল কুম্বলের সঙ্গে ওয়ার্নের অঘোষিত লড়াই ক্রিকেট দুনিয়ার এক চিরস্মরণীয় অধ্যায়।
— cricket.com.au (@cricketcomau) March 4, 2023
ক্রিকেট জীবনে সাফল্যের সঙ্গে ব্যর্থতাও সমান ভাবে থেকেছে। ২০০৩ সালে বিশ্বকাপের ঠিক আগে ডোপিংয়ে অভিযুক্ত হন ওয়ার্ন। তাঁকে নিষিদ্ধ করে আইসিসি। এক বছর নিষিদ্ধ থাকার পরে ২০০৪ সালে ফের ক্রিকেটে ফেরেন তিনি। ২০০৫ সালে একদিনের ক্রিকেট ও ২০০৭ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন ওয়ার্ন। তিনিই প্রথম অধিনায়ক যিনি আইপিএল জেতেন। প্রতিযোগিতার প্রথম বছরই রাজস্থান রয়্যালসকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি।
বিশ্বের তাবড় ব্যাটারদের মনে ভয় ধরানো ওয়ার্নও ভয় পেতেন। হ্যাঁ, সচিন তেন্ডুলকরকে ভয় পেতেন তিনি। ওয়ার্নের মোকাবিলায় সচিন এক বিশেষ ধরনের শট (প্যাডল সুইপ) খেলা শুরু করেন। তার ফলে সচিন-ওয়ার্ন দ্বৈরথে বেশি জয় হত সচিনের। ওয়ার্ন পরে অনেক জায়গায় বলেছেন, স্বপ্নেও তিনি দেখতেন তাঁর বলে সচিন মারছেন। এই লড়াই যদিও মাঠেই সীমাবদ্ধ থাকত। ওয়ার্ন এমনটাই ছিলেন। প্রশংসা, নিন্দা— সবটাই করতেন সকলের সামনে।
অবসরের পরে ‘শেন ওয়ার্ন ফাউন্ডেশন’ চালু করেন তিনি। দরিদ্র ছেলেমেয়েদের নিয়ে কাজ করে তাঁর সংস্থা। বিভিন্ন দেশে ঘুরে অনেক কাজ করেছেন। আবার এই ওয়ার্নই এক নার্সকে যৌন উত্তেজক মেসেজ পাঠিয়ে জাতীয় দলের সহ-অধিনায়কত্ব হারিয়েছেন। মহিলাদের সঙ্গে বার বার নাম জড়িয়েছে তাঁর। বিবাহবিচ্ছেদ হয়েছে। সম্পর্ক ভেঙেছে। কিন্তু কোনও কিছুই লুকিয়ে রাখেননি তিনি। বুক চিতিয়ে সবটা নিয়ে সামনে দাঁড়িয়েছেন। শুধু মৃত্যুর সময়েই কাউকে কিছু জানতে দিলেন না। ব্যাটারকে বোকা বানানো ‘রং ওয়ান’ করে চলে গেলেন।
আর তাই হয়তো হিলি-গিলক্রিস্টের মতো কিপারের সেই উক্তি এখনও সবার কানে বেজেই চলেছে......'Bowling Shane...'