Shakib Al Hasan, SAvsBAN: নিরপেক্ষ আম্পায়ারের দাবি নিয়ে ক্ষোভে ফুঁসছে শাকিবের Bangladesh

বাংলাদেশ দলের অভিযোগ আইসিসি-র বর্ষসেরা আম্পায়ার মারাইস ইরাসমাসের বিরুদ্ধে। ইরাসমাসের সঙ্গী এড্রিয়ান হোল্ডস্টকও টেস্ট পরিচালনা করেছেন। 

Updated By: Apr 4, 2022, 03:29 PM IST
Shakib Al Hasan, SAvsBAN: নিরপেক্ষ আম্পায়ারের দাবি নিয়ে ক্ষোভে ফুঁসছে শাকিবের Bangladesh
হারলেও আম্পায়ারিং নিয়ে বিরক্ত শাকিবের বাংলাদেশ। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: খাতায় কলমে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে প্রথম টেস্টে ২২০ রানে হেরে গিয়েছে বাংলাদেশ (Bangladesh)। তবে আম্পায়ারিং নিয়ে টাইগার্সদের ক্ষোভ একফোঁটাও কমছে না। ডারবান টেস্টে আম্পায়ারিংয়ের মান নিয়ে প্রকাশ্যেই হতাশা প্রকাশ করলেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ। দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার শাকিব আল হাসান (Shakib Al Hasan) আবার একধাপ এগিয়ে নিরপেক্ষ আম্পারিংয়ের দাবি তুলে দিলেন। টুইটারে ক্ষোভ প্রকাশ করেছেন এই অলরাউন্ডার। 

বাংলাদেশ দলের অভিযোগ আইসিসি-র বর্ষসেরা আম্পায়ার মারাইস ইরাসমাসের (Marais Erasmus) বিরুদ্ধে। ইরাসমাসের সঙ্গী এড্রিয়ান হোল্ডস্টকও (Adrian Thomas Holdstock) টেস্ট পরিচালনা করেছেন। তাঁর বিরুদ্ধেও আইসিসি-র কাছে অভিযোগ জানিয়েছে বাংলাদেশ। কাকতালীয় ভাবে দুজনেই আবার দক্ষিণ আফ্রিকার নাগরিক। টাইগার্সদের অভিযোগ চতুর্থ দিন একাধিক সিদ্ধান্ত মোমিনুল হকের দলের বিরুদ্ধে গিয়েছে। একটি-দুটি নয়,বেশির ভাগ ‘ক্লোজ কল’এ দিন বাংলাদেশের বিরুদ্ধে গিয়েছে। তাই কাঠগড়ায় দুই প্রোটিয়াস আম্পায়ার। ম্যাচের চতুর্থ দিনে তাদের বেশ কিছু সিদ্ধান্ত বদলে গেছে রিভিউয়ে। তবে ‘আম্পায়ার্স কল’-এর জন্য বাটাররা ফিরে পেয়েছেন জীবন। একাধিক সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ার জন্য বাংলাদেশের ক্রিকেটারদের শরীরী ভাষায় হতাশা ফুটে ওঠেছিল। 

একরাশ ক্ষোভ উগরে দিয়ে শাকিব টুইটারে লিখেছেন,‘আমি মনে করি, নিরপেক্ষ আম্পায়ার নিয়োগের পদ্ধতিতে ফিরে যাওয়ার সময় এ বার এসে গিয়েছে। আইসিসি-র এই বিষয়ে চিন্তা করা উচিত।' খালেদ মাহমুদ বলেন, "এতটা অধারাবাহিক আম্পায়ারিং তিনি অনেক দিন দেখিনি! আম্পায়াররা স্পষ্টভাবে হোম টিমের পক্ষে কাজ করছেন। সমস্ত ক্লোজ কল দক্ষিণ আফ্রিকার পক্ষে গেছে। এটা খুবই লজ্জাজনক।" 

আরও পড়ুন: বিদায়বেলায় কাঁদলেন Ross Taylor, পেলেন 'গার্ড অফ অনার', Kohli, Dravid-এর শুভেচ্ছা

আরও পড়ুন: Umesh Yadav, IPL 2022: কয়লাখনির অন্ধকার থেকে Team India-র সফর! আবেগপ্রবণ KKR-এর 'বিদর্ভ এক্সপ্রেস'

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.