WATCH, Babar Azam: 'ও আমাদের ক্রিস্টিয়ানাল মেসি'! শুনে থ কিংবদন্তি গোলকিপার

পাক দল নেদারল্যান্ডসের বিশ্ববন্দিত ফুটবল ক্লাব এএফসি আয়াক্সে এসেছিলেন। দ্বিতীয় ওয়ানডে ম্যাচের পরেই পাকিস্তান দল আয়াক্স ঘুরে দেখে। শাহদাব দলের ক্রিকেটারদের সঙ্গে আয়াক্সের সিইও এডউইন ভ্যান ডার সারের সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার দায়িত্বে ছিলেন। 

Updated By: Aug 21, 2022, 02:02 PM IST
WATCH, Babar Azam: 'ও আমাদের ক্রিস্টিয়ানাল মেসি'! শুনে থ কিংবদন্তি গোলকিপার
বাবর নাকি মেসি-রোনাল্ডোর সংমিশ্রণ!

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: এই মুহূর্তে বাবর আজমের (Babar Azam) পাকিস্তান রয়েছে নেদারল্যান্ডসে (Pakistana tour of Netherlands)। এশিয়া কাপের আগে বাবররা খেলছেন ডাচদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ইতিমধ্যেই আইসিসি ব়্যাঙ্কিংয়ের নীচের দিকে থাকা দলের বিরুদ্ধে পাকিস্তান জোড়া ওয়ানডে জিতে সিরিজ পকেটে পুরেছে। রবিবার অর্থাৎ আজ তৃতীয় তথা শেষ ওয়ানডে জিতলেই বাবররা হোয়াইটওয়াশ করবে নেদারল্যান্ডসকে। এর মাঝেই পাকিস্তানের সহ-অধিনায়ক শাহদাব খান (Shadab Khan) এমন কথা বলে ফেললেন, যা নেটদুনিয়ায় আগুনের গতিতে ভাইরাল হয়ে গেল। কারণ বাবরের ব্যাখ্যায় এমন কথা তিনি বললেন, যা আগে শোনেনি ক্রীড়াবিশ্ব!

পাক দল নেদারল্যান্ডসের বিশ্ববন্দিত ফুটবল ক্লাব এএফসি আয়াক্সে এসেছিল। দ্বিতীয় ওয়ানডে ম্যাচের পরেই পাকিস্তান দল আয়াক্স ক্লাব ঘুরে দেখে। শাহদাব দলের ক্রিকেটারদের সঙ্গে আয়াক্সের সিইও এডউইন ভ্যান ডার সারের সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার দায়িত্বে ছিলেন। ভ্যান ডার সার ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও আয়াক্সের কিংবদন্তি গোলকিপার। তাঁর এডউইনের কাছে প্রশ্ন ছিল, 'এই দলে কে লিওনেল মেসি?' শাহদাব তার উত্তরে বাবরের দিকে আঙুল দেখিয়ে বলেন, 'ও আমাদের ক্রিস্টিয়ানাল মেসি, মেসি-রোনাল্ডোর সংমিশ্রণ '! যা শুনে ভ্যান ডার সার থ হয়ে যান। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বাবর পাকিস্তান দলের সই করা জার্সি আয়াক্সের স্টার ফুটবলার ডুসান টাডিচের হাতে তুলে দেন। টাডিচও তাঁর টিমের জার্সি দেন বাবরকে।

নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলা শেষ করেই টিম পাকিস্তান পৌঁছে যাবে সংযুক্ত আরব আমিরশাহিতে। তাদের মিশন এশিয়া কাপ। আগামী ২৮ অগস্ট পাকিস্তান চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে এশিয়া কাপ অভিযান শুরু করবে। রোহিত বনাম বাবরদের হেভিওয়াটে মহারণের দিকে তাকিয়ে বাইশ গজ। গতবছর শেষবার ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছিল মহাযুদ্ধে। গতবছর এই মরুদেশেই টি-২০ বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। সেবারই প্রথম বিশ্বকাপের আসরে (২০ ও ৫০ ওভার মিলিয়ে) ভারত হেরেছিল পাকিস্তানের কাছে। এবার রোহিতদের কাছে মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ। পাকিস্তান দল ইতিমধ্যেই বিরাট ধাক্কা খেয়েছে। চোটের জন্য ছিটকে গিয়েছেন দলের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। বলাই বাহুল্য পাক দলের শক্তি অনেকটাই কমে গেল। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.