বড় ধাক্কা সিন্ধুর! কোচের পদ থেকে ইস্তফা দিলেন কিম

এরপরেই বিশ্ব ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হন সিন্ধু।

Updated By: Sep 24, 2019, 02:39 PM IST
বড় ধাক্কা সিন্ধুর! কোচের পদ থেকে ইস্তফা দিলেন কিম

নিজস্ব প্রতিবেদন : বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জেতার পরেই সমস্যায় পড়লেন পিভি সিন্ধু। ব্যক্তিগত কারণে কোচের পদ থেকে ইস্তফা দিলেন কিম জি হিউং।

 

চার মাস আগেই কোরিয়ান কোচকে পেয়েছিলেন হায়দরাবাদী শাটলার পিভি সিন্ধু। বলা যেতে পারে, এই কিমের পরামর্শেই বদলে যায় সিন্ধুর খেলা। সিন্ধুর দীর্ঘদিনের কোচ গোপীচাঁদের সঙ্গেই কাজ করতেন কিম। এরপরেই বিশ্ব ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হন সিন্ধু।

আরও পড়ুন - 'দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড'- কে, কী পুরস্কার জিতলেন জেনে নিন

কিন্তু পারিবারিক কারণে ইস্তফা দেন কোরিয়ান কোচ। কয়েকদিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন কিমের স্বামী। তাঁর সঙ্গে থাকতেই কোচের পদ থেকে ইস্তফা দিয়ে নিউ জিল্যান্ড উড়ে গেছেন কিম।

Tags:
.