ব্রিস্টলে সিরিজ জিততে মরিয়া বিরাটরা
ব্রিস্টলের বাইশ গজেও কার্ডিফের মতো ঘাস রয়েছে।
নিজস্ব প্রতিবেদন : ইংল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দাপটের সঙ্গে জিতলেও, দ্বিতীয় টি-টোয়েন্টিতেই ধরাশায়ী টিম ইন্ডিয়া। সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ব্রিস্টলে আজ ইংল্যান্ডের বিরুদ্ধে নামছেন কোহালিরা। এই ম্যাচ জিতে সিরিজ জেতাই একমাত্র লক্ষ্য বিরাট বাহিনীর।
আরও পড়ুন - সৌরভের সঙ্গে পুরনো সম্পর্ক নিয়ে মুখ খুললেন নাগমা
ব্রিস্টলের বাইশ গজেও কার্ডিফের মতো ঘাস রয়েছে। ফলে এখানে পেসাররা সুবিধে পাবেন এটা বলাই যায়। প্রথম ম্যাচে ওল্ট ট্র্যাফোর্ডে দুই ভারতীয় স্পিনার কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহল ভাল বোলিং করলেও, কার্ডিফে হোমওয়ার্ক করেই নেমেছিলেন ইংরেজ ব্যাটসম্যানরা। ফলে প্রথম ম্যাচে পাঁচ উইকেট পাওয়া কুলদীপ দ্বিতীয় ম্যাচে একটিও উইকেট পাননি। তবে কুলদীপ-চাহল জুটির ওপরই শেষ ম্যাচেও ভরসা রাখছেন ক্যাপ্টেন কোহলি।
আরও পড়ুন - গুরু ধোনির জন্মদিনে বিশেষ উপহার পাণ্ডিয়ার
শেষ ম্যাচে জো রুটের পরিবর্তে বেন স্টোকসকে খেলাতে পারে ইংল্যান্ড। ভারতীয় দলে পরিবর্তনের সম্ভাবনা কম। তবে প্রয়োজনে দলে দু'একটা পরিবর্তন হতেও হতে পারে। সুরেশ রায়নার পরিবর্তে দীনেশ কার্তিককে খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট।