নাটকীয় জয়ে এফএ কাপের শেষ চারে সিটি

নিজস্ব প্রতিবেদন : পিছিয়ে পড়েও দুরন্ত জয় ম্যাঞ্চেস্টার সিটির। এফএ কাপের কোয়ার্টার ফাইনালে সোয়ানসি সিটির বিরুদ্ধে ৩-২ গোলে জিতল ম্যান সিটি। সেই সঙ্গে এফএ কাপের শেষ চারে পৌঁছে গেল পেপ গুয়ার্দিওয়ালার দল।

সোয়ানসি সিটির বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এমনকী আক্রমণেও এগিয়ে ছিল ম্যাঞ্চেস্টার সিটি। কিন্তু বিরতির আগেই  দু গোল খেয়ে বসে সিটি। ২০মিনিটে ম্যাট গ্রিমসের স্পট কিকে এগিয়ে যায় সোয়ানসি সিটি।  আর ২৯ বেসাত সেলিনার গোলে ব্যবধান বাড়ায় সোয়ানসি। ০-২ গোলে পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে ম্যান সিটি। আক্রমণের গতি বাড়াতে রহিম স্টার্লিং ও শেষ সের্জিও আগুয়েরোকে নামান পেপ। ৬৯ মিনিটে বের্নার্দো সিলভার গোলে ব্যবধান কমায় সিটি। ৭৮ মিনিটে ক্রিস্টোফার নর্ডফেল্টের গোলে আত্মঘাতী গোলে সমতায় ফেরে ম্যাঞ্চেস্টার সিটি। রহিম স্টার্লিংকে বক্সে ফাউল করলে পেনাল্টি পায় ম্যান সিটি। আগুয়েরোর স্পট কিকে বল পোস্টে বাধা পেলে ঝাঁপিয়ে পড়া গোলকিপারের পায়ের পেছনের দিকে লেগে বল জালে জড়ায়।

নির্ধারিত সময়ের দুই মিনিট আগে পার্থক্য গড়ে দেন আগুয়েরো। বের্নার্দো সিলভার ক্রসে ডাইভিং হেডে গোল করেন তিনি। যদিও এই গোলটি নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। টিভি রিপ্লেতে দেখা যায়, পরিষ্কার অফসাইডে ছিলেন আগুয়েরো। কিন্তু শেষ পর্যন্ত ৩-২ গোলে সোয়ানসি সিটিকে হারিয়ে এফএ কাপের সেমি ফাইনালে পৌঁছে গেল ম্যাঞ্চেস্টার সিটি।

আরও পড়ুন -  এফএ কাপ থেকে ছিটকে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড!

English Title: 
Sergio Agüero puts Man City into semi-final after fightback against Swansea
News Source: 
Home Title: 

নাটকীয় জয়ে এফএ কাপের শেষ চারে সিটি

নাটকীয় জয়ে এফএ কাপের শেষ চারে সিটি
Yes
Is Blog?: 
No
Section: