বিসিসিআইয়ের মাথায় বসবে কে? প্রস্তাবিত নামের তালিকা বাতিল করল সুপ্রিম কোর্ট

কয়েকদিন পিছোল বিসিসিআইয়ের মাথায় প্রশাসক বসা। সুপ্রিম কোর্ট বাতিল করে দিল আদালত নিযুক্ত কমিটির প্রস্তাবিত প্রশাসকদের তালিকা। 

Updated By: Jan 24, 2017, 10:15 PM IST
বিসিসিআইয়ের মাথায় বসবে কে? প্রস্তাবিত নামের তালিকা বাতিল করল সুপ্রিম কোর্ট

ব্যুরো: কয়েকদিন পিছোল বিসিসিআইয়ের মাথায় প্রশাসক বসা। সুপ্রিম কোর্ট বাতিল করে দিল আদালত নিযুক্ত কমিটির প্রস্তাবিত প্রশাসকদের তালিকা। 

 

গোপাল সুব্রামনিয়াম ও অনিল বি দিভানের কমিটি নয় জন প্রশাসকের তালিকা সুপ্রিম কোর্টে জমা দিয়েছিল। কিন্তু এই তালিকার একজনকেও বোর্ডের প্রশাসক হওয়ার যোগ্য মনে করেনি শীর্ষ আদালত। উল্টে এই রায়ের পর বিসিসিআই এবং কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানিয়েছে তারাও শীর্ষ আদালতকে কয়েকজন প্রশাসকের নাম দিতে চায়। সেই আবেদনও গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে তিরিশে জানুয়ারি। এদিন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে অ্যাটর্নি জেনারেল মুকুল রোহগতি লোধার প্রস্তাবের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করেন। রেলওয়েজ, সার্ভিসেসের মতন সংস্থাগুলির ভোটাধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে জোরালো সওয়াল করেন তিনি। এমনকী বোর্ডের মাথায় প্রসাশক বসানোর প্রক্রিয়া দুই সপ্তাহ পিছিয়ে দেওয়ার আর্জিও করেন তিনি।

.