ISL 2020-21: রেফারিং নিয়ে অসন্তুষ্ট SC East Bengal, FSDL ও AIFF-কে চিঠি
বুধবার তিলক ময়দানে এফসি গোয়ার (FC Goa) বিরুদ্ধে ম্যাচে ৫৬ মিনিটে সরাসরি লাল কার্ড দেখেন এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) ড্যানিয়েল ফক্স (Daniel Fox)। রেফারির এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি লাল-হলুদ শিবির।
নিজস্ব প্রতিবেদন: বার বার আইএসএলে খারাপ রেফারিংয়ের শিকার হতে হচ্ছে এসসি ইস্টবেঙ্গলকে (SC East Bengal)। তাই এবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং FSDL এর দ্বারস্থ লাল-হলুদ শিবির। বুধবার এফসি গোয়ার (FC Goa) বিরুদ্ধে ম্য়াচ শেষে ফের একবার রেফারিং নিয়ে তোপ দাগেন এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) কোচ রবি ফাউলার (Robbie Fowler)।
Watch #SCEBFCG live on @DisneyplusHSVIP - https://t.co/Tt4hxRztfN and @OfficialJioTV.
Live updates https://t.co/0s0VKPxUoW#ISLMoments #HeroISL #LetsFootball https://t.co/zujOnCUKOg pic.twitter.com/DCMw7DOOcp
— Indian Super League (@IndSuperLeague) January 6, 2021
বুধবার তিলক ময়দানে এফসি গোয়ার (FC Goa) বিরুদ্ধে ম্যাচে ৫৬ মিনিটে সরাসরি লাল কার্ড দেখেন এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) ড্যানিয়েল ফক্স (Daniel Fox)। রেফারির এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি লাল-হলুদ শিবির। ভিডিয়ো ফুটেজ দেখে বার বার প্রশ্ন উঠছে যে ওটা আদৌ লাল কার্ড ছিল কিনা। এসসি ইস্টবেঙ্গলের দাবি, রেফারির ওই সিদ্ধান্তই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এমনকী ব্রাইটের দ্বিতীয় গোলটি বাতিল করেন রেফারি। রি প্লে-তে পরিষ্কার সুরচন্দ্র সিং কোনওভাবেই মহম্মদ নওয়াজকে স্পর্শ করেননি।
আরও পড়ুন - "কখনও স্বপ্ন দেখা ছেড়ো না"-ক্রিকেটে কামব্যাক করে ভক্তদের বার্তা দিলেন Sreesanth
এই নিয়ে দ্বিতীয়বার রেফারিং নিয়ে অভিযোগ করল এসসি ইস্টবেঙ্গল। ৯ ম্যাচ খেলে এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) পয়েন্ট এখন ৭ ।
আরও পড়ুন - কোয়ারেন্টিন বিধি শিথিল করার অনুরোধ, Cricket Australia-কে চিঠি BCCI-এর