SAvsIND: বৃষ্টির ভ্রূকুটি, 'বিরাট' ব্যর্থতার পরেও বক্সিং ডে টেস্টে জয়ের দোরগোড়ায় Team India

প্রোটিয়াসদের মতো কোহলিবাহিনীও আবহাওয়ার খবর নিতে শুরু করে দিয়েছে।   

Updated By: Dec 29, 2021, 10:59 PM IST
SAvsIND: বৃষ্টির ভ্রূকুটি, 'বিরাট' ব্যর্থতার পরেও বক্সিং ডে টেস্টে জয়ের দোরগোড়ায় Team India
দ্বিতীয় ইনিংসে জ্বলে উঠলেন 'বুম বুম বুমরা। ছবি: টুইটার

ভারত: ১৭৪/১০ (পন্থ ৩৪, রাহুল ২৩) ৩২৭/১০ (রাহুল-১২৩, ময়ঙ্ক-৬০)
দক্ষিণ আফ্রিকা: ৯৪-৪ (এলগার ৫২, পিটারসন ১৭), ১৯৭/১০ (বাভুমা ৫২, ডি’কক ৩৪)
জয়ের জন্য ভারতের প্রয়োজন ৬ উইকেট, দক্ষিণ আফ্রিকার ২১১ প্রয়োজন রান।

নিজস্ব প্রতিবেদন: বড় কোনও অঘটন না ঘটলে কিংবা বৃষ্টি রুখে না দাঁড়ালে চলতি বক্সিং ডে টেস্ট ভারতের (Team India) জেতা স্রেফ সময়ের অপেক্ষা। দ্বিতীয় ইনিংসে জসপ্রীত বুমরা (Jasprit Bumrah), মহম্মদ শামি (Mohammed Shami) ও মহম্মদ সিরাজ (Mohammed Siraj) আগুনে গতিতে বোলিং করছেন। তাই এই তিন পেসারকে সামলানো প্রোটিয়াস ব্যাটারদের কাছে মোটেও সহজ হবে না। কারণ সুপারস্পোর্টস পার্ক সেঞ্চুরিয়ানে প্রথম টেস্ট জেতার জন্য ভারতের দরকার ৬ উইকেট। আর দক্ষিণ আফ্রিকার দরকার ২১১ রান। 

সেঞ্চুরিয়নের পিচ থেকে এখনও ভাল মতোই বোলাররা সাহায্য পাচ্ছেন। খেলা হলে পঞ্চম দিনের সকালেও সাহায্য পাবে টিম ইন্ডিয়ার জোরে বোলাররা। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে ভারত যে ভাবে ১৭৪ রানে অল আউট হল সেটা দেখার পর প্রোটিয়াসদের আরও বাড়াবে। এ দিন চাপের মুখে আরও একবার ভেঙে পড়েছে ভারতের ব্যাটিং দুর্গ। ফের একবার ব্যর্থ হলেন অধিনায়ক বিরাট কোহলি। ২০২১ সালের শেষ ইনিংসে ভারত অধিনায়কের সংগ্রহ মোটে ১৮ রান। যার অর্থ গোটা ২০২১ সালে একটাও শতরান পেলেন না।২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে শেষ বার গোলাপি বলের টেস্টে শতরান করেছিলেন কোহলি। খারাপ ফর্ম থাকার থেকেও বড় কথা হল বিদেশে গত দশ ইনিংসে কোহলি অহেতুক অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হয়েছেন। সেটা নিয়ে আরও চিন্তিত টিম ম্যানেজমেন্ট। 

Virat Kohli

তবে শুধু কোহলি নন, টেস্টের চতুর্থ দিন গোটা ভারতীয় ব্যাটিং লাইন আপটাই এদিন ব্যর্থ হয়েছে। তৃতীয় দিনের শেষ দিকে ময়ঙ্ক আগরওয়ালের উইকেট হারিয়েছিল ভারত। নাইট ওয়াচম্যান হিসেবে নেমেছিলেন শার্দূল ঠাকুর। দিনের শেষে শার্দূল ৪ রানে অপরাজিত ছিলেন। অন্য দিকে প্রথম ইনিংসে ১২৩ রান করা কেএল রাহুল অপরাজিত ছিলেন ৫ রানে। বুধবার ভারতীয় ব্যাটারদের মধ্যেই কেউই বড় রান করতে পারেননি। নিয়মিত ব্যবধানে উইকেট পড়েছে। যার ফলে টিম ইন্ডিয়া গুটিয়ে গিয়েছে ১৭৪ রানে। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৩৪ বলে ৩৪ রান করেছেন ঋষভ পন্থ। 

আরও পড়ুন: Virat Kohli: বিদেশে অফ স্টাম্পের বাইরে খোঁচা দিয়ে আউট হওয়ার ১০-এ ১০ করলেন, দেখে নিন মুহূর্তগুলো

আরও পড়ুন: SAvsIND: Virat Kohli-র শট বাছাই নিয়ে প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন ব্যাটিং কোচ

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রটিয়া শিবিরকে ধক্কা দেন শামি। মার্করামকে মাত্র ১ রানে আউট করেন তিনি।  দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় উইকেটটি পড়েছে ৩৫ রানে। ব্যক্তিগত ১৭ রানে ফিরেছেন পিটারসন। ভ্যান ডার ডুসেনকে সঙ্গে নিয়ে অধিনায়ক এলগার একটা সময় লড়াই করার চেষ্টা করছিলেন। কিন্তু সেটা কাজে এল না। ১১ রানে আউট হয়েছেন ভ্যান ডার ডুসেন। দিনের একেবারে শেষ বলে বুমরার ইনসুইং ইয়র্কারে স্টাম্প ছিটকে যায় 
নাইট ওয়াচম্যান কেশব মহারাজের। 

তাই আপাতত ভরসা প্রটিয়াস অধিনায়ক ডিন এলগার। তবে ঘরের মাঠে লজ্জার হার বাঁচানোর জন্য প্রোটিয়াসদের আরও একটি ভরসা আছে। সেটা হল বৃষ্টি। কারণ চেঞ্চুরিয়নে পঞ্চম দিন বৃষ্টির পূর্বাভাস আছে। সেটা হলে চলতি বছর গত বিলেত সফরের নটিংহ্যাম টেস্টের স্মৃতি ফিরে আসবে। জো রুটের ইংল্যান্ডের বিরুদ্ধে সেই সিরিজের প্রথম টেস্ট জেতার জন্য শেষ দিনে ভারতের দরকার ছিল ১৫৭ রান। কিন্তু শেষ দিন বৃষ্টি রুটের ইংল্যান্ডকে হার থেকে বাঁচিয়ে দেয়। এ বারও তেমনই কিছু ঘটবে না তো! প্রোটিয়াসদের মতো কোহলিবাহিনীও আবহাওয়ার খবর নিতে শুরু করে দিয়েছে। 

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.