SAvsIND: কেন নেতৃত্বের দায়িত্ব পেলেন KL Rahul? জানিয়ে দিলেন মুখ্য নির্বাচক Chetan Sharma

কেএল রাহুল ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবেন। মনে করে বিসিসিআই।   

Updated By: Jan 1, 2022, 01:42 PM IST
SAvsIND: কেন নেতৃত্বের দায়িত্ব পেলেন KL Rahul? জানিয়ে দিলেন মুখ্য নির্বাচক Chetan Sharma
বোর্ডের চোখে ভবিষ্যতের নেতা কেএল রাহুল। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: আনফিট রোহিত শর্মার ( Rohit Sharma) বদলে কেন কেএল রাহুলের (KL Rahul) হাতে একদিনের দলের দায়িত্ব তুলে দেওয়া হল? প্রশ্ন ওঠা স্বাভাবিক। কারণ আইপিএল-এ পঞ্জাব কিংসকে দুই মরশুম নেতৃত্ব দেওয়া ছাড়া অধিনায়ক হিসেবে কেএল রাহুলের তেমন অভিজ্ঞতা নেই। যদিও মুখ্য নির্বাচক চেতন শর্মা জানিয়ে দিলেন কেএল রাহুলের হাতে দায়িত্ব তুলে দেওয়ার আসল কারণ। 

একদিনের সিরিজের দল ঘোষণা করতে গিয়ে ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে চেতন বলেন, "আমরা বর্তমানে রাহুলের দিকে নজর রাখছি। ওকে ভবিষ্যতের জন্য তৈরি করছি। ক্রিকেটের তিন ফরম্যাটেই খুব ভাল ব্যাটার রাহুল। অধিনায়কত্ব করারও অভিজ্ঞতা রয়েছে ওর। রাহুল আগেও বুঝিয়েছে নেতা হিসেবে ও সফল। তাই আমরা ওর উপর ভরসা রেখেছি।"

আরও পড়ুন: DADAvsVIRAT: BCCI-এর 'বিরাট' বাউন্সারে বিদ্ধ Kohli, নতুন বছরে শুরু বিতর্কের দ্বিতীয় রাউন্ড

আরও পড়ুন: SAvsIND: বড় ব্যবধানে জিতলেও কেন বিপদে Virat Kohli-র Team India?

 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে দল পরিচালনা করলে আাগামী দিনে রাহুল আরও পরিণত হবে। সেটাও জানিয়েছেন চেতন। মুখ্য নির্বাচক যোগ করেন, "রোহিত ফিট না থাকায় রাহুলই সেরা বিকল্প। দক্ষিণ আফ্রিকায় দলকে নেত়ৃত্ব দিলে তা রাহুলকে আরও পরিণত করবে। তাতে আগামী দিনে দলের পক্ষেই ভাল হবে।" 

জাতীয় দলের অধিনায়কত্ব না করলেও আইপিএল-এ পঞ্জাব কিংসের অধিনায়ক রাহুল। ঘরোয়া ক্রিকেটে অনেক বছর ধরে কর্নাটকের হয়ে খেলছেন। রোহিত না থাকায় দক্ষিণ আফ্রিকায় ভারতের টেস্ট দলেরও সহ অধিনায়ক তিনি। তাই কেএল রাহুলের উপর ভরসা দেখিয়ে নির্বাচকরা বুঝিয়ে দিচ্ছেন আগামী দিনে তাঁকেই নেতা হিসেবে ভাবছে বিসিসিআই। 

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.