SAvsIND: Keegan Petersen-কে কার সঙ্গে তুলনা করলেন Ravi Shastri?

বিশ্ব ক্রিকেটে নতুন ‘কেপি’-র আগমন।    

Updated By: Jan 15, 2022, 01:40 PM IST
SAvsIND: Keegan Petersen-কে কার সঙ্গে তুলনা করলেন Ravi Shastri?
ভারতকে একাই বুঝে সিরিজের সেরা হয়েছেন কিগান পিটারসেন। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: ভারতীয় দলের (Team India) কোচ থাকার সময় ভাল-মন্দ সব পরিস্থিতিতে বিরাট কোহলিদের পাশে দাঁড়াতেন। তবে এ বার টিম ইন্ডিয়া সিরিজ হারলেও, পুরনো দলকে নিয়ে একটিও শব্দ খরচ করতে চাননি রবি শাস্ত্রী (Ravi Shastri)। বরং বিপক্ষের অখ্যাত ব্যাটার কিগান পিটারসেনের (Keegan Pitersen) প্রশংসা করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড স্যার। পিটারসেনকে দেখে প্রবাদপ্রতিম গুন্ডাপ্পা বিশ্বনাথের (Gundappa Viswanath) কথা মনে পড়ে গিয়েছে। এমনটাই জানালেন শাস্ত্রী।  

পিটারসেনের দুরন্ত পারফরম্যান্সের পর টুইটারে তাঁকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শাস্ত্রী। আরও উল্লেখযোগ্য বিষয়, কেভিন পিটারসেনকে ট্যাগ করে শাস্ত্রী মন্তব্য করেন, ‘দারুণ এক ক্রিকেটার (নতুন কেপি) উঠে আসছেন বিশ্বক্রিকেটে। কিগান পিটারসেন (কেপি)। চমত্কার আদ্যাক্ষর (কেভিন পিটারসেন)। একজন বিশ্বমানের ক্রিকেটার উঠে আসছে। আমার ছেলেবেলার হিরো গুন্ডাপ্পা বিশ্বনাথের কথা মনে পড়ছে।‘

আরও পড়ুন: Australian Open: ভিসা বাতিলের পর কেন অস্ট্রেলিয়ায় আটক রয়েছেন Novak Djokovic?

আরও পড়ুন: ISL 2021-22: করোনার থাবায় স্থগিত ATK Mohun Bagan বনাম Bengaluru FC ম্যাচ

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে নামার আগে কিগান পিটারসেন মাত্র ২টি টেস্ট খেলেছিলেন। তবে বিপক্ষের শক্তিশালী বোলিংয়ের কাছে হার না মেনে গান্ধী-ম্যান্ডেলা সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন ২৮ বছরের পিটারসেন। গত তিন টেস্টে তাঁর রান ২৭৬। কেপটাউন টেস্টের দুই ইনিংসে ৭২ ও ৮২ রান করে কোহলিবাহিনীর কাছ থেকে ম্যাচ ও সিরিজ ছিনিয়ে নিয়ে যান। তৃতীয় টেস্টের ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন পিটারসেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.