বিরাট কোহলি অকৃতজ্ঞ অধিনায়ক, সোশ্যাল মিডিয়ায় তীব্র বিদ্রুপ
দল নির্বাচন নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের শিকার বিরাট কোহলি।
ওয়েব ডেস্ক: শুরুতেই ৩ উইকেট তুলে নিয়ে কেপটাউনে দক্ষিণ আফ্রিকাকে ধাক্কা দিয়েছিলেন ভুবনেশ্বর কুমার। সেঞ্চুরিয়নে প্রথম একাদশে ঠাঁই পেলেন না সেই ভুবনেশ্বরই। তাঁর জায়গায় এসেছেন 'ট্রায়েড অ্যান্ড টেস্টেড' ইশান্ত শর্মা। দ্বিতীয় টেস্টে দলে তিনটি পরিবর্তন করেছেন বিরাট কোহলি। চূড়ান্ত একাদশে ঢুকেছেন পার্থিব প্যাটেল, কেএল রাহুল ও ইশান্ত শর্মা। কেএল রাহুলের অন্তর্ভুক্তি নিয়ে কোনও প্রশ্ন নেই। তবে ইশান্ত ও পার্থিব কোন যুক্তিতে দলে? দল নির্বাচন সোশ্যাল মিডিয়ার বিদ্রুপের মুখে পড়লেন বিরাট কোহলি। অধিনায়কের অবশ্য সাফাই, ঋদ্ধিমান সাহার চোট। সেজন্যই সুযোগ দেওয়া হয়েছে পার্থিকবে। আর ভুবনেশ্বর কুমারকে বাদ দেওয়া নিয়ে কোহলির যুক্তি, এই উইকেটে বাউন্সের কথা ভেবেই ইশান্তকে দলে নেওয়া হয়েছে।
গত ম্যাচে ১০টি ক্যাচ নেওয়া ঋদ্ধিমান সাহাকে দ্বিতীয় টেস্টে মাঠের বাইরে রেখেছে বিরাট-শাস্ত্রী জুটি। পার্থিবের ব্যাটিং হাত ভাল থাকায় তিনি সুযোগ পেয়েছেন। তবে ব্যাটিং রেকর্ডে এগিয়ে ঋদ্ধি। তাঁর তিনটি শতরান রয়েছে। সেখানে একটাও শতরান নেই পার্থিবের। পাশাপাশি ব্যাটিং গড়ের ফারাকও উনিশ-বিশ। শিখর ধবনের জায়গায় কেএল রাহুল আসবেন তা প্রত্যাশিতই ছিল। কিন্তু, অজিঙ্ক রাহানের মতো পোক্ত ব্যাটসম্যানকে বাইরে রাখা হয়েছে। অথচ সুযোগ পেয়েছেন রোহিত শর্মা।
আরও পড়ুন- সেঞ্চুরিয়নে নেই ঋদ্ধি, দল হারতেই বঙ্গসন্তানের উপরে কোপ বিরাটের
IND XI: L Rahul, M Vijay, C Pujara, V Kohli, RG Sharma, H Pandya, P Patel, R Ashwin, M Shami, J Bumrah, I Sharma
— BCCI (@BCCI) January 13, 2018
তবে সবচেয়ে বেশি অবাক করেছে, ইশান্ত শর্মার অন্তর্ভূক্তি। গত ম্যাচে সেরা বোলার ভুবনেশ্বর কুমারকে কেন বসিয়ে দিলেন বিরাট? ভুবির ব্যাটের হাতও ভাল। গত ম্যাচে প্রথম ইনিংসে হার্দিকের সঙ্গে ৯৯ রানে পার্টনারশিপ ছিল ভুবনেশ্বরের। দ্বিতীয় ইনিংসে অশ্বিনের সঙ্গে ৪৯ রানের পার্টনারশিপ। তা সত্ত্বেও বাদ তিনি! সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এই নিয়ে বিরাটকে কটাক্ষের মুখে পড়তে হেয়েছে। চলছে তীব্র বিদ্রুপ। অনেকেই বলছেন, অকৃতজ্ঞ অধিনায়ক।
Staggered by the exclusion of Bhuvaneswar. Staggered.
— Harsha Bhogle (@bhogleharsha) January 13, 2018
One player gave you a chance in Capetown. And he won't be bowling at South Africa. #BhuvaneswarKumar
— Harsha Bhogle (@bhogleharsha) January 13, 2018
@BhuviOfficial left out..you are kidding me??
— Allan Donald (@AllanDonald33) January 13, 2018
Why is Smith called brain-fade when kohli proves he is a brainfaden with his selections. We were in the game due to bhuvi. Ask duplessis will he drop philander. He is slow too.. #SAvIND
— DEV (@Cover_driver) January 13, 2018
Bhuvi not in the team?My office is open for explanations.
— Gaurav Kapur (@gauravkapur) January 13, 2018
কারও খোঁচা, দলের সেরা ক্রিকেটারকে বসিয়ে শিক্ষা দিচ্ছেন অধিনায়ক।
"Ishant replaces Bhuvi for some extra bounce" Kohli
Bhuvi in Last test : Best bowler for India (Took 6 wickets in the last test, 2 more than next best). Faced 127 deliveries while batting (Most by an Indian), and got out just once.
Kohli claims to pick XI on 'form'. #SAvIND
— Aditya (@forwardshortleg) January 13, 2018
#Bhuvi bats better than u when the ball swings da #Kohli
— AKSHAY (@akshay14793) January 13, 2018
First Flat track, white ball bully over Rahane, now pedestrian Ishant over the best bowler of all formats in India right now, Bhuvi.
That's what happen when ego & arrogance took over a person#SAvIND— Sayan Basu (@SayanBasuTweets) January 13, 2018
India dropping Bhuvi makes about as much sense as Trump's foreign policies. #SAvIND
— Dennishant Sharma (@DennisCricket_) January 13, 2018
Form> Conditions when it comes to Rohit. Conditions Form when it comes to Bhuvi
— Thivi (@DArmChairCritic) January 13, 2018
I really hope Bhuvi is staying strong mentally. Because being dropped after an excellent performance often breaks a player. #SAvIND
— Key-err-tea (@Keerti_RL) January 13, 2018
কেউ বলছেন, ভুবনেশ্বর বাদ। রোহিত শর্মাকে আরও একটা সুযোগ। মনে হচ্ছে অনুষ্কা শর্মা দল নির্বাচন করছেন।
Ishant Sharma in for Bhuvi.
Rohit Sharma again gets the chance over Rahane.I think Anushka Sharma selecting the playing XI on this tour.#INDvSA
— Sunil- The Cricketer (@1sInto2s) January 13, 2018