রেকর্ড গড়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয় ১৬ বছরের শুটার সৌরভের
জাকার্তা এশিয়াডেও রেকর্ড গড়ে সোনা জিতেছিলেন সৌরভ।
নিজস্ব প্রতিবেদন : এশিয়ান গেমসের পর এবার বিশ্ব জুনিয়র শুটিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন সৌরভ চৌধুরী। কয়েক দিন আগেই জাকার্তা-পালেমবাং এশিয়াডে শুটিংয়ে দেশের প্রথম সোনা জয়ী ১৬ বছর বয়সী শুটার সৌরভ বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার ছাংওনে আয়োজিত বিশ্ব মিটের জুনিয়র বিভাগে সোনা জিতে নিলেন নিজের রেকর্ড ভেঙেই।
Saurabh Chaudhary - Junior World Champion!
Saurabh shot a new WR of 245.5 in finals of 10m Air Pistol Men Junior to win the at #ISSFWCH
This is his second consecutive win after the Gold at Asian Games!
Congrats @Media_SAI @OfficialNRAI
OGQ is proud to support Saurabh pic.twitter.com/5wDujMk90yOGQ (@OGQ_India) September 6, 2018
১০ মিটার এয়ার পিস্তল বিভাগে নিজের রেকর্ড নিজেই ভেঙে (ISSF World Championships)বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয় করলেন সৌরভ। সৌরভ ২৪৫.৫ পয়েন্ট পেয়ে নিজের রেকর্ড নিজেই ভেঙে দেন তিনি। জাকার্তা এশিয়াডেও রেকর্ড গড়ে সোনা জিতেছিলেন সৌরভ। এশিয়াডে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সৌরভ ২৪০.৭ পয়েন্ট সংগ্রহ করে সোনা জেতা সৌরভ সব কিছুকে ছাপিয়ে গেলেন এবার দক্ষিণ কোরিয়ায় বিশ্বচ্যাম্পিয়নশিপে।
Superb Performance by Saurabh Chaudhary! #worldjuniorchampion #congratulations
— Abhinav Bindra OLY (@Abhinav_Bindra) September 6, 2018
জাকার্তা এশিয়ান গেমসেই প্রথমবার কোনও সিনিয়র আন্তর্জাতিক টুর্নামেন্টে নেমেছিলেন ১৬ বছর বয়সী সৌরভ চৌধুরী। এশিয়ান গেমসের কয়েক মাস আগেই জার্মানিতে বিশ্ব জুনিয়র শুটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতেছিল সৌরভ। বয়স ও অভিজ্ঞতায় এগিয়ে থাকা শুটারদের পিছনে ফেলে এশিয়াডে ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জেতেন সৌরভ। মিরাটের কালিনা নামের এক গ্রামে চাষ করা সংসার চালায় সৌরভের বাবা। সেই চাষীর ছেলের এমন কীর্তি দেখে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এখন তাঁকে ডাকা হচ্ছে 'শুটিংয়ের বিরাট কোহলি' নামে। ২০২০ টোকিও অলিম্পিকে সৌরভকে ঘিরে পদকের আশা দেখছেন আপামর ভারতবাসী।