বিরাটের বেঞ্চমার্ক টপকে ফিটেস্ট ক্রিকেটার হলেন হাসান আলি

ইয়ো-ইয়ো টেস্টের রিপোর্ট অনুযায়ী ভারতের সবথেকে ফিট ক্রিকেটার ভারতীয়-এ দলের অধিনায়ক মনীষ পান্ডে (১৯.২)। তারপরেই আছেন বিরাট কোহলি।  

Updated By: Sep 6, 2018, 01:50 PM IST
বিরাটের বেঞ্চমার্ক টপকে ফিটেস্ট ক্রিকেটার হলেন হাসান আলি

নিজস্ব প্রতিবেদন: এশিয়া কাপের দল আগেই ঘোষণা করেছে ভারত। এবার আরব আমির শাহি-তে আয়োজিত এই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করল পাকিস্তানও। সেখানে অপ্রত্যাশিত ভাবে বাদ পড়লেন মহম্মদ হাফিজের মতো অভিজ্ঞ কিক্রেটার। ইয়ো-ইয়ো টেস্টে ফেল করে দল থেকে বাদ পড়েছেন তরুণ অলরাউন্ডার ইমাদ ওয়াসিমও। ফিটনেস পরীক্ষায় সর্বাধিক নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন পাকিস্তানের স্পিডস্টার হাসান আলি (২০)। যিনি কি না বিরাটের বেঞ্চমার্ককেও (১৯)  টপকে গিয়েছেন।    ভারত-পাক ক্রিকেটারদের মধ্যে ইনিই না কি এখন ফিটেস্ট ক্রিকেটার।

আরও পড়ুন- ‘কোহলি কোহলি’ চিত্কারে অনুষ্কাকে অভিবাদন

ইয়ো-ইয়ো টেস্টে অবাক করা পারফরম্যান্স দিয়ে সবার চোখ কপালে তুলে দিয়েছেন সরফরাজ আহমেদ এবং শোয়েব মালিকও। ৩১ বছরের পাক তারকা সরফরাজ ফিটনেস্ট পরীক্ষায় বিরাটের থেকে কেবল পয়েন্ট এইট-এই পিছিয়ে। অবিশ্বাস্য মনে হলেও, এটাই সত্যি- পাকিস্তানের ফিটেস্ট ক্রিকেটারদের মধ্যে সামনের সারিতেই আছেন ৩৬ বছরের শোয়েব মালিকও। ইয়ো-ইয়ো টেস্টে তাঁর অর্জিত পয়েন্ট ১৭.২।

আরও পড়ুন- সিডনিতে 'মধ্যমা' বিতর্কে মুখ খুললেন বিরাট কোহলি

ইয়ো-ইয়ো টেস্টের রিপোর্ট অনুযায়ী ভারতের সবথেকে ফিট ক্রিকেটার ভারতীয়-এ দলের অধিনায়ক মনীষ পান্ডে (১৯.২)। তারপরেই আছেন বিরাট কোহলি।  

উল্লেখ্য, চলতি মাসের ১৯ তারিখ এশিয়া কাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান দুই যুযুধান প্রতিদ্বন্দ্বী। বিরাটরা পাকিস্তানের বিরুদ্ধে শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০১৭ সালের ১৮ জুন। সেটা ছিল আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল। ইংল্যান্ডে দেখা হওয়ার বছর খানেক পর আবার সাক্ষাত্ হতে চলেছে এই দুই প্রতিপক্ষের। এবারের ভেনু  আরব আমির শাহি। উপলক্ষ্য এশিয়া কাপ। প্রসঙ্গত, এই প্রতিযোগিতায় ভারত অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্রাম দিয়েছে বিসিসিআই। তাঁর বদলে ভারতের নেতৃত্ব দেবেন হিটম্যান রোহিত শর্মা। 

.