পুরুষ, মহিলাদের জন্য আলাদা অলিম্পিক আয়োজনের প্রস্তাব সৌদি আরবের

শীতকালীন, গ্রীষ্মকালীন। অলিম্পিক দুভাবে আয়োজন হয়। সৌদি আরব প্রস্তাব দিল পুরুষদের, মহিলাদের আলাদা আলাদা অলিম্পিক আয়োজনের। ইতিহাসে প্রথমবার ২০১২ লন্ডন অলিম্পিকে মহিলা ক্রীড়াবিদ পাঠিয়েছিল সৌদি আরব। সৌদি আরবের অলিম্পিক কমিটির প্রধান প্রিন্স ফওয়াদ বিন জালাউই আল সওদ প্রস্তাব দিলেন পুরুষ ও মহিলাদের পৃথক গেমস আয়োজনের।

Updated By: Jan 29, 2015, 07:25 PM IST
পুরুষ, মহিলাদের জন্য আলাদা অলিম্পিক আয়োজনের প্রস্তাব সৌদি আরবের

ওয়েব ডেস্ক: শীতকালীন, গ্রীষ্মকালীন। অলিম্পিক দুভাবে আয়োজন হয়। সৌদি আরব প্রস্তাব দিল পুরুষদের, মহিলাদের আলাদা আলাদা অলিম্পিক আয়োজনের। ইতিহাসে প্রথমবার ২০১২ লন্ডন অলিম্পিকে মহিলা ক্রীড়াবিদ পাঠিয়েছিল সৌদি আরব। সৌদি আরবের অলিম্পিক কমিটির প্রধান প্রিন্স ফওয়াদ বিন জালাউই আল সওদ প্রস্তাব দিলেন পুরুষ ও মহিলাদের পৃথক গেমস আয়োজনের।

অলিম্পিকের আয়োজন করতে চেয়ে আইওসি-র কাছে আবেদন জানাতে চলেছে সৌদি আরব। দেশের অলিম্পিক কমিটির বক্তব্য তাঁদের দেশের লোকেরা মহিলা ক্রীড়াবিদদের অংশ নেওয়া মেনে নিতে পারবেন না। বিশেষত সাঁতারের মত খেলায়, যা দেশের সাংস্কৃতিক সত্ত্বায় ঘা দেবে। তাই অলিম্পিক আয়োজক হিসাবে সৌদি আরব চায় পুরুষ ক্রীড়াবিদরা তাদের দেশে খেলুক, আর মহিলা ক্রীড়াবিদরা খেলুক প্রতিবেশী দেশ বাহারিনে। যদিও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সৌদি আরবের এই প্রস্তাব শুরুতেই বাতিল করে দিয়েছে।

২০১২ লন্ডনে অলিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সারা আত্তার ও জুডোতে ওজদান শাহেরকানি সৌদি আরবের হয়ে প্রতিনিধিত্ব করে ইতিহাস গড়েছিলেন।
 

.