পদক নিতে অস্বীকার করায় সরিতা বক্সিং থেকে নির্বাসিত
ওয়েব ডেস্ক: ইঞ্চিয়ন এশিয়ান গেমসে পদক নিতে অস্বীকার করায় ও সরাসরি রেফারির বিরুদ্ধে ক্ষোভ দেখানোয় ভারতীয় বক্সার সরিতা দেবীকে অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত করল আন্তর্জাতিক বক্সিং সংস্থা (এআইবি)। সরিতার সঙ্গে নির্বাসিত করা হল তাঁর তিন কোচ গুরবক্স সিং সাঁধু,ব্লাস ফার্নান্ডেজ,সাগর মাল ধায়াল ও এশিয়ান গেমসে ভারতের শেফ অফ দি মিশন আদিল জে সুমারিওয়ালাকে। সরিতারা আন্তর্জাতিক বক্সিং ফেডারেশনের কোনও ম্যাচে, অনুষ্ঠান কিংবা বৈঠকে উপস্থিতি থাকতে পারবেন না।
এই নির্বাসনের ফলে সরিতা দেবী কোরিয়ার জিজু আইল্যান্ডে অনুষ্ঠিত হতে চলা মহিলাদের বক্সিং বিশ্বকাপে খেলতে পারবেন না।
ক দিন আগেই সরিতা নিজে চিঠি লিখে আন্তর্জাতিক বক্সিং ফেডারেশনের কাছে ক্ষমা চেয়ে নেন। কিন্তু এরপরও তাঁকে ক্ষমা তো করা হলই না, সেইসঙ্গে ভারতীয় অফিসিয়ালদেরও শাস্তি দেওয়া হল।
ইঞ্চিওন এশিয়ান গেমসে ৬০ কেজি বিভাগের সেমিফাইনালে আয়োজক দেশ দক্ষিণ কোরিয়ার প্রতিযোগীর বিরুদ্ধে তাঁকে বিচারকরা অন্যায়ভাবে হারিয়ে দিয়েছেন, এই অভিযোগে সরিতা পুরস্কার মঞ্চে তাঁর ব্রোঞ্জ পদক নিতে অস্বীকার করেন। এমনকী নিজের হাতে তা চতুর্থ স্থান পাওয়া প্রতিযোগীর গলায় পরিয়েও দিয়েছিলেন। এর শাস্তি হিসাবেই সরিতাকে নির্বাসিত করা হল।